ট্রাম্পের সহযোগীদের ১০০ গিগাবাইট ইমেইল ফাঁসের হুমকি ইরানি হ্যাকারদের

সচিত্র সিলেট
প্রকাশিত জুলাই ২, ২০২৫
ট্রাম্পের সহযোগীদের ১০০ গিগাবাইট ইমেইল ফাঁসের হুমকি ইরানি হ্যাকারদের

অনলাইন ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ কর্মকর্তাদের কাছ থেকে হ্যাক হওয়া ইমেইলের ভাণ্ডার প্রকাশ করার হুমকি দিয়েছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা।

রোববার এবং সোমবার রয়টার্সের সঙ্গে অনলাইন চ্যাটে ‘রবার্ট’ ছদ্মনামে পরিচিত হ্যাকাররা বলেছে, তাদের কাছে হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুসি ওয়াইলস, ট্রাম্পের আইনজীবী লিন্ডসে হ্যালিগান, ট্রাম্পের উপদেষ্টা রজার স্টোন এবং পর্ন তারকা থেকে ট্রাম্প-বিরোধী হওয়া স্টর্মি ড্যানিয়েলসের অ্যাকাউন্ট থেকে প্রায় ১০০ গিগাবাইটের সমপরিমাণ ইমেল রয়েছে।

রয়টার্স জানিয়েছে, হ্যাকাররা ই-মেইলের বিষয়বস্তু বর্ণনা করেনি। মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এই হ্যাককে ‘একটি অযৌক্তিক সাইবার আক্রমণ’ বলে বর্ণনা করেছেন।

হোয়াইট হাউস এবং এফবিআই পরিচালক কাশ প্যাটেল একটি বিবৃতির মাধ্যমে এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে। প্যাটেল বলেছেন, জাতীয় নিরাপত্তার যে কোনো লঙ্ঘনের সঙ্গে জড়িত বিষয়টি সম্পূর্ণ তদন্ত করা হবে এবং আইনের সর্বোচ্চ পরিসরে বিচার করা হবে।

মার্কিন সাইবার প্রতিরক্ষা সংস্থা ‘CISA’ এক্স-পোস্টে বলেছে, এই তথাকথিত সাইবার আক্রমণ ডিজিটাল প্রচারণা ছাড়া আর কিছুই নয়। যাদের লক্ষ্যবস্তু করা হয়েছে, এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি পরিকল্পিত প্রচারণা, যা প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষতিগ্রস্ত করার এবং দেশের সেবা প্রদানকারী সরকারি কর্মচারীদের অসম্মান করার জন্য করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ঘটনা সামনে আসার পর হ্যালিগান, স্টোন এবং ড্যানিয়েলসের কেউ মন্তব্যের অনুরোধের জবাব দেননি। যদিও তেহরান অতীতে এসব সাইবার গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার শেষ মাসগুলোতে ‘রবার্ট’ নামক হ্যাকারদের আত্মপ্রকাশ ঘটে। তখন তারা দাবি করেছিল, ওয়াইলসসহ ট্রাম্পের বেশ কয়েকজন সহযোগীর মেইল অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এরপর হ্যাকাররা সাংবাদিকদের কাছে এসব মেইল বিতরণও করে।

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930