গৃহবধূকে নির্যাতন, ৫ নারী কারাগারে

সচিত্র সিলেট
প্রকাশিত জুলাই ১৭, ২০২৫
গৃহবধূকে নির্যাতন, ৫ নারী কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে নারী নির্যাতন মামলা দায়ের করায় এক নারীকে বাস থেকে নামিয়ে মারধর ও অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় পাঁচজন নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে তারা আদালতে জামিন চাইলে হবিগঞ্জ চিফ জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট কাঁকন দে তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

মামলার আসামিরা হলেন- রিনা আক্তার, তার মেয়ে মিনা আক্তার, পান্না আক্তার, সাহেদা আক্তার ও লুবনা আক্তার।

হবিগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত বলেন, ‘এ মামলায় পুলিশ এর আগে তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। বৃহস্পতিবার ৫ জনকে আদালতে আত্মসমর্পন করলে তাদেরকে কারাগারে পাঠান আদালত। এছাড়াও এই মামলার অন্য তিন আসামীকে গ্রেফতারে করতে অভিযান চলছে।

মামলার বাদী ছালেক মিয়া জানান, তার বোন সম্প্রতি সদর উপজেলার পাইকপাড়া গ্রামের বাসিন্দা স্বামী কাউছার মিয়ার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেন। এর জেরে গত ৭ জুলাই হবিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে মাধবপুর যাওয়ার পথে পাইকপাড়ায় ওই পাঁচ নারী যাত্রীবেশে বাসে উঠে তার বোনকে মারধর করে জোরপূর্বক বাস থেকে নামিয়ে অপহরণ করে নিয়ে যান। ঘটনার সময় কেউ একজন মোবাইলে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়, যা পরে ভাইরাল হয়।

ভুক্তভোগী নারী জানান, স্বামী কাউছার মিয়া পরকীয়ায় জড়িয়ে এবং যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। পরে তাকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনায় তিনি আদালতে মামলা করলে প্রতিশোধ নিতে অপহরণ ও নির্যাতনের ঘটনা ঘটায় কাউছার মিয়াসহ তার লোকজন। ভুক্তভোগী নারী মাধবপুর উপজেলার হরিতলা গ্রামের মৃত ইদ্রিস আলীর কন্যা। কারাগারে যাওয়া নারীরা কাউছার মিয়ার নিকটাত্মীয়।

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031