গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের প্রবাসীদের নিয়ে এলাকার উন্নয়ন করব : এমরান চৌধুরী

সচিত্র সিলেট
প্রকাশিত জুলাই ১৭, ২০২৫
গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের প্রবাসীদের নিয়ে এলাকার উন্নয়ন করব : এমরান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের প্রবাসীদের নিয়ে এই অঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করে যাব। আমি ছাত্র জীবন থেকে মানুষের কল্যাণে কাজ করছি। এই অঞ্চলের মানুষের জন্য আমি কাজ করতে চাই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে সুযোগ দিলে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের মানুষের উন্নয়নে কাজ করবো।’

যুক্তরাজ্যের বার্মিংহামে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের প্রবাসী এবং জাতীয়তাবাদী পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

তিনি আরও বলেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের শহীদদের নামে স্মৃতিফলক নির্মাণ করা হবে। এই এলাকার জন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, সুযোগ পেলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগসহ সার্বিক উন্নয়নে সিলেট-৬ আসনভূক্ত দুই উপজেলাকে আধুনিক ও আলোকিত অঞ্চলে পরিণত করবো।

বিএনপি নেতা রেজাউল ইসলাম বিল্লাহ’র সভাপতিত্বে ও বার্মিংহাম সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বাবরুল হোসেন বাবরুলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক সুজাতুর রেজা, সাংগঠনিক সম্পাদক মুশাহিদ তালুকদার, ফেরদৌস আলম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জমসেদ আলী, আয়াছ মিয়া, আওলাদ হোসেন, আবজার আহমদ, জামিল আহমদ, ইকবাল আহমদ, ফয়ছল আহমদ, সৈয়দ মোস্তফা লায়েক, লুবেক আহমদ চৌধুরী, কিবরিয়া ইসলাম, আবু সাইদ চৌধুরী শাকিল, মুরশেদ আহমদ, শাকিল আহমদ প্রমুখ।

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031