ফ্রান্সে ১৫০০ ফ্লাইট বাতিল

সচিত্র সিলেট
প্রকাশিত জুলাই ৪, ২০২৫
ফ্রান্সে ১৫০০ ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সের বিমান চলাচল নিয়ন্ত্রণকারীদের ধর্মঘটের কারণে ৩ ও ৪ জুলাই ১৫০০-এরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৩ লাখেরও বেশি যাত্রী।

ইউরোপীয় শিল্প সংস্থা এয়ারলাইন্স ফর ইউরোপ বৃহস্পতিবার (৩ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর ডেইলি সাবাহর।

বিবৃতিতে বলা হয়েছে, এয়ারলাইনস ফর ইউরোপ (এ৪ই) (বৃহস্পতিবার) ও (শুক্রবার) ফরাসি বিমান চলাচল নিয়ন্ত্রণকারীদের ধর্মঘটের তীব্র নিন্দা জানায়।

এতে আরও বলা হয়েছে, গ্র্যান্ড ডিপার্টের সময় ফরাসি বিমান চলাচল নিয়ন্ত্রণকারীরা তাদের কাজ বর্জন করার কারণে ফ্রান্স এবং ইউরোপ জুড়ে কয়েক হাজার যাত্রী তাদের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করেছে; গ্রীষ্মকালীন ভ্রমণের জন্য এটি অন্যতম ব্যস্ততম সময়।

বিমান চলাচল নিয়ন্ত্রণের প্রধান ওউরানিয়া জর্জৌতসাকো বলেন, ‘এই ধর্মঘট অসহনীয়’।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফ্রান্সের তৃতীয় বৃহত্তম বিমানবন্দর নিসের অর্ধেক ফ্লাইট এবং ইউরোপের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর প্যারিস অরলি এবং প্যারিস চার্লস ডি গল-এর এক-চতুর্থাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে।

৫১ বছর বয়সি ব্যাংক কর্মী নাদিয়া রিভেট। ফ্রান্সের রাজধানী প্যারিসে ছয় দিন ছুটি কাটানোর পরিকল্পনা ছিল তার। কিন্তু ধর্মঘটের কারণে বৃহস্পতিবার সকালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর পাউ থেকে তার ফ্লাইট বাতিল করা হয়েছে।

তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা ইতিবাচক থাকার চেষ্টা করছি। আরও খারাপ পরিস্থিতি রয়েছে, তবে এটি বিরক্তিকর। ’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ধর্মঘটের কারণে বৃহস্পতিবার ৯৩৩টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ডিজিএসি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের প্রায় এক হাজার কর্মীর মধ্যে ২৭২ জন এই ধর্মঘটে ছিলেন।

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930