কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নার্সারি মালিক নিহত

সচিত্র সিলেট
প্রকাশিত জুলাই ২০, ২০২৫
কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নার্সারি মালিক নিহত

কুলাউড়া প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় আশিকুর রহমান আশিক (৩৮) নামের এক নার্সারি মালিক নিহত হয়েছেন। রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দক্ষিণ হিঙ্গাজিয়া এলাকার লংলা সাইনবোর্ড মসজিদের পাশে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আশিক শমশেরনগরের ঈগল নার্সারির মালিক ছিলেন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আশিক শমশেরনগর বিমানঘাঁটি এলাকা থেকে একটি মিনি ট্রাকে করে মাছ নিয়ে কুলাউড়ার দিকে আসছিলেন। তিনি ট্রাকটির চালকের পাশে বসা ছিলেন। পথিমধ্যে লংলা সাইনবোর্ড মসজিদের কাছে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে আশিক আটকা পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের লিডার ফেরদৌস মিয়ার নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930