২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদির ‘ঘুমন্ত প্রিন্স’

সচিত্র সিলেট
প্রকাশিত জুলাই ২০, ২০২৫
২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদির ‘ঘুমন্ত প্রিন্স’

আন্তর্জাতিক ডেস্ক

প্রায় দুই দশক কোমায় থাকার পর সৌদি আরবের ‘ঘুমন্ত প্রিন্স’ হিসেবে পরিচিত প্রিন্স আল-ওয়ালিদ বিন খালিদ বিন তালাল ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর।রোববার (২০ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ।

পরিবারের বরাতে সৌদি গণমাধ্যম জানিয়েছে, প্রিন্সের মৃত্যু সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সৌদি আরবসহ বিশ্বজুড়ে মানুষের হৃদয়ে দীর্ঘদিনের এক বেদনাবিধুর অধ্যায়ের অবসান ঘটে।

২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে লন্ডনে এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তিনি কোমায় চলে যান। এরপর রিয়াদের কিং আবদুল আজিজ মেডিকেল সিটিতে তাকে ভেন্টিলেটরে রাখা হয়। চিকিৎসক এবং বিশেষজ্ঞদের একাধিক চেষ্টার পরও তিনি আর জ্ঞান ফেরেননি।

মৃত্যুর খবর জানিয়ে তার বাবা সামাজিক যোগাযোগমাধ্যমে পবিত্র কোরআনের আয়াত শেয়ার করেন, ‘হে প্রশান্ত আত্মা, তুমি তোমার প্রভুর দিকে ফিরে এসো, তিনি তোমার প্রতি সন্তুষ্ট, আর তুমিও তাঁর প্রতি সন্তুষ্ট। তুমি আমার নেককার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ কর।’

তিনি আরও লেখেন, ‘আল্লাহর ইচ্ছা ও হুকুমে বিশ্বাসী হৃদয়ে, গভীর দুঃখ ও শোকের সাথে আমরা আমাদের প্রিয় পুত্র প্রিন্স আল-ওয়ালিদ বিন খালিদ বিন তালাল বিন আবদুল আজিজ আল সৌদের মৃত্যুতে শোক জানাচ্ছি। আল্লাহ তাকে রহম করুন।’

পরিবার জানিয়েছে, রোববার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং রোববার, সোমবার ও মঙ্গলবার তিনদিন শোক পালন করা হবে।

উল্লেখ্য, দুর্ঘটনার সময় প্রিন্স আল-ওয়ালিদ সামরিক কলেজের ছাত্র ছিলেন। দীর্ঘ দুই দশক তার পরিবার আশায় বুক বেঁধে তার সেবায় নিয়োজিত ছিলেন এবং প্রায়ই জনসাধারণকে তার অবস্থা সম্পর্কে জানাতেন।

চলতি বছরের এপ্রিলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় প্রিন্স ২০ বছর পর জেগে উঠেছেন। তবে পরে নিশ্চিত হওয়া যায়, ভিডিওটি পুরনো এবং সেটিতে যুক্ত করা লেখাগুলো ভুয়া, এবং প্রিন্সের জ্ঞান ফেরেনি।

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930