ফাতিমা চৌধুরীর অস্বাভাবিক মৃত্যু

সচিত্র সিলেট
প্রকাশিত জুলাই ১৬, ২০২৫
ফাতিমা চৌধুরীর অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

সিলেট নগরীর বালুচর এলাকায় এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) ভোরবেলা এই ঘটনা ঘটে।

নিহত ওই যুবতী সিলেটের জকিগঞ্জ থানাধীন পরচক এলাকার শফি আহমদ চৌধুরীর স্ত্রী নিশাত ফাতিমা চৌধুরী (৩০)। সাংসারিক জীবনে শফি ও নিশাতের ২জন ছেলে সন্তান রয়েছে। বর্তমানে সিলেটের শাহপরাণ থানাধীন ৩৬ নং ওয়ার্ড বালুচর, আরামবাগ বাসা নং-৭/২, রশিদ মঞ্জিলের ভাড়ায় থাকতেন।

পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে শফি আহমদ চৌধুরী ও তার স্ত্রী নিশাত ফাতিমা চৌধুরীর মধ্যে পারিবারিক কলহ চলছে। সিলেটের শাহপরাণ থানাধীন ৩৬ নং ওয়ার্ড বালুচর, আরামবাগ বাসা নং-৭/২, রশিদ মঞ্জিলের ভাড়ায় থাকতেন তারা। পারিবারিক জীবনে শফি ও নিশাতের ২জন ছেলে সন্তান রয়েছে। বুধবার (১৬ জুলাই) ভোরবেলা নিশাত ফাতিমা চৌধুরী জানালার গ্রিলে ওড়না দিয়ে গলায় পেচিয়ে ফাঁস লাগেন। ৯৯৯ কল পেয়ে পুলিশ ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করে।

সিলেট শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, নগরীর বালুচরের একটি বাসা থেকে ২ সন্তানের জননী নিশাতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930