শাবির বরেন্দ্র অ্যাসোসিয়েশনের সভাপতি মারুফ, সম্পাদক ইকবাল

সচিত্র সিলেট
প্রকাশিত জুলাই ২০, ২০২৫
শাবির বরেন্দ্র অ্যাসোসিয়েশনের সভাপতি মারুফ, সম্পাদক ইকবাল

শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাজশাহী , নওগাঁ, নাটোর ও চাপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘বরেন্দ্র অ্যাসোসিয়েশন’র ১২তম কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে সমাজকর্ম বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী মো: মারুফ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের একই সেশনের শিক্ষার্থী ইকবাল হাসান মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭জুলাই) শিক্ষা ভবন এ’র গ্যালারি রুমে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে অন্য সদস্যদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি রাফিয়া তাসনিম অর্পা, সহ-সভাপতি মাহফিল রাব্বি, রিফাত হাসান, মোহাম্মদ সাবিরুল ইসলাম, রাশিদ আবরার রাশিদ,আজিজুল হাকিম,সহ সাধারণ সম্পাদক মেজবাউল হক মাসুম,তারেক রহমান,সাংগঠনিক সম্পাদক সুলাইমান আলী সোহাগ, কোষাধ্যক্ষ মোহাম্মদ জাহিদুল ইসলাম হিমেল,সাংস্কৃতিক সম্পাদক সাবরিন সারা,সহকারী সাংস্কৃতিক সম্পাদক হাসিবুল হাসান ইমন, মোরসালিন আহমেদ উৎস, অফিস সম্পাদক মমিন খান,সহকারী অফিস সম্পাদক নুসরাত জাহান নেত্রী,আতিক আরাফাত আলভী, ক্রীড়া সম্পাদক আব্দুল আহাদ অন্তর, সহকারী ক্রীড়া সম্পাদক আমিরুল ইসলাম হৃদয়,সাফিনুল ইসলাম,প্রকাশনা সম্পাদক নাফিজা আকতার ঈশিকা,সহকারী প্রকাশনা সম্পাদক জান্নাতুল ফেরদৌস জয়া, শামিমুর রহমান,
তথ্য প্রযুক্তি সম্পাদক মাহফুজ আহমেদ মুবিন,জান্নাতী আক্তার জুথি,শাফি আল-ফাত্তাহ।

কার্যনির্বাহী সদস্যগণ যথাক্রমে সুমিত ফারহান, মোহাম্মদ সাব্বির আহমেদ শিমুল, মোহাম্মদ সারোয়ার জাহান সিফাত, মোঃ আসাদুল হক, মিম মেহজাবিন, মোসাম্মদ ফাহমিদা আরিফিন রাফি, নাহিদ হাসান, সুরাইয়া বিনতে মাহমুদ, মো তারেক হাসান, আশিকুল হক সুদিন, জুবায়ের আহমেদ সুলতান, অনিক সরকার, সানজিদা ঋদ্ধি, দীপ্ত শীল, মোসাঃ সামিহা সানজিদা, এ এফ নাফিম, মাসুদ রানা, আশরাফি কেয়া, তাহমিনা রহমান তুলি।

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930