শাবিপ্রবি’র ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব অ্যানথ্রোপলজি’র নির্বাচন অনুষ্ঠিত

সচিত্র সিলেট
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৫
শাবিপ্রবি’র ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব অ্যানথ্রোপলজি’র নির্বাচন অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি,

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব অ্যানথ্রোপলজি, সাস্ট’র ৫ম কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো (অনলাইন এবং অফলাইন) নির্বাচনের মাধ্যমে সাবেক শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করেন।

রবিবার (৩১ আগস্ট) সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি জানানো হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে সহযোগী অধ্যাপক ড. শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক হিসেবে মোশাররফ হোসাইন পলাশ নির্বাচিত হয়েছেন।

কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি ড. মুর্শিদ হাসান স্বপন, মনিরুল ইসলাম কল্লোল ও উত্তম চন্দ্র দাস, সহ-সাধারণ সম্পাদক আবু তাহের টোটন, তন্ময় সরকার ও সুলতান মাহমুদ তান্না, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক দীপ্ত রায়, অর্থ সম্পাদক ফারজানা ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক মুনিবুর রহমান মনি, দপ্তর সম্পাদক মিঠুন গোস্বানী, সহ-দপ্তর সম্পাদক হাসান ঠাকুর, প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শরীফুল আলম ভূঁইয়া, প্রচার সম্পাদক অমিত রতন দেব, সহ-প্রচার সম্পাদক মেহেদি হাসান, শিক্ষা ও গবেষণা সম্পাদক ড. রাজীব মামুন এবং সহ-শিক্ষা ও গবেষণা সম্পাদক তাসপিয়া মোহাম্মদ মেরিনা।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম মাজাহারুল ইসলাম এবং নির্বাচন কমিশনার হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রবিউল আলম ও শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আফম জাকারিয়া দায়িত্ব পালন করেছেন।

গত ২৯ আগস্ট সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় যেখানে রেজিস্টার্ড সদস্য, সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি ড. সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস এবং বিভাগীয় প্রধান অধ্যাপক মোখলেসুর রহমান উপস্থিত ছিলেন। বার্ষিক সাধারণ সভা শেষে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশ-বিদেশে অবস্থানরত সদস্যদের অংশগ্রহণ নিশ্চিতে অনলাইন ও অফলাইন উভয় পদ্ধতিতেই ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়। মোট ভোটারের ৯৭ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করেন। ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের পূর্ববর্তী চারটি কমিটি সিলেকশন প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছিল।

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930