ডিপ্লোমা ডিগ্রিধারীদের ইঞ্জিনিয়ার ডাকা দুঃখজনক: শাবি উপাচার্য

সচিত্র সিলেট
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৫
ডিপ্লোমা ডিগ্রিধারীদের ইঞ্জিনিয়ার ডাকা দুঃখজনক: শাবি উপাচার্য

শাবি প্রতিনিধি

‘ডিপ্লোমা ডিগ্রিধারীদের ইঞ্জিনিয়ার ডাকা দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ. এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘প্রকৌশলীদের সাথে চলমান বৈষম্য এবং সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগেও শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের আহবান জানান তিনি।

সভায় তিনি আরও বলেন, ‘ভারত ও পাকিস্তানে ডিপ্লোমাধারীদের প্রকৌশলী হিসেবে নয়, টেকনিশিয়ান বা ভিন্ন নামে ডাকা হয়। কিন্তু বাংলাদেশে বিষয়টি ভিন্নভাবে প্রচলিত। প্রকৌশলীদের ন্যায্য মর্যাদা নিশ্চিত করতে হলে এ বিভ্রান্তি দূর করতে হবে।’

এ সময় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম, নর্থ-ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, সিলেট ইন্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুজ্জামান ও শাবিপ্রবির অ্যাপ্লাইড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাবিপ্রবির প্রধান প্রকৌশলী ও আইইবি সিলেট সেন্টারের সভাপতি ইঞ্জিনিয়ার মো. জয়নাল ইসলাম চৌধুরী।

বক্তারা বলেন, ‘প্রকৌশলীদের প্রতি বৈষম্যমূলক আচরণ দেশের উন্নয়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।’ শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের পাশাপাশি প্রকৌশলীদের ন্যায্য মর্যাদা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবিও জানান তারা।

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031