জয় বাংলা স্লোগান দিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের উপর হামলা

সচিত্র সিলেট
প্রকাশিত আগস্ট ৭, ২০২৫
জয় বাংলা স্লোগান দিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক:

জয় বাংলা স্লোগান দিয়ে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মহানগরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ সময় শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে একজনকে আটক করে। ঘটনাকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হামলাকারীদের আইনের আওতায় আনার আশ্বাস দেয়।

বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নগরীর বালুচর নয়াবাজার এলাকার কিং ফুটসাল স্পোর্টস সেন্টারে এ ঘটনা ঘটে।

ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী রাকিব জানান, কলেজ আয়োজিত “জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫” চলছিল নয়াবাজারের কিং ফুটসাল স্পোর্টস সেন্টারে। নির্ধারিত সময় শেষ হওয়ার পরও অতিরিক্ত কয়েক মিনিট মাঠ ব্যবহারের জেরে ২০ থেকে ২৫ জন যুবক অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হন।

রুবেল নামে আরেক শিক্ষার্থী বলেন, হামলার সময় হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে। নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত মামুন নামে একজনের নেতৃত্বে এ হামলা চালানো হয়।

অন্য এক শিক্ষার্থী মাহি জানান, হামলাটি পূর্বপরিকল্পিত ছিল। হামলাকারীদের হাতে দেশীয় অস্ত্র ছিল। জুলাই আন্দোলনে সক্রিয় থাকার কারণেই তাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. শাহরিয়ার আলম বলেন, অভিযুক্ত জায়গীরদার আল মামুন ওরফে বুলেট মামুন বিভিন্ন মামলার আসামি। তিনি কিশোর গ্যাংয়ের মাধ্যমে নানা অপরাধে জড়িত। তাকে গ্রেফতারে একাধিকবার অভিযান চালানো হলেও তাকে আইনের আওতায় আনা যায় নি। যদিও তার কোনো রাজনৈতিক পদবি নেই, তবে বিভিন্ন সময় আওয়ামী লীগের সঙ্গে দেখা গেছে তাকে। পুলিশ বর্তমানে তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। শিক্ষার্থীরা যাকে আটক করেছে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031