শাবি উপাচার্যের গাড়ি অবরোধ ছাত্রদলের

সচিত্র সিলেট
প্রকাশিত আগস্ট ৫, ২০২৫
শাবি উপাচার্যের গাড়ি অবরোধ ছাত্রদলের

শাবি প্রতিনিধি

বিশ্ববিদ্যালয়ের সকল কাজে বৈষম্যবিরোধী নেতাদের অগ্রাধিকারের অভিযোগে শাবিপ্রবি উপাচার্যের গাড়ি অবরোধ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদল।

মঙ্গলবার (৫ আগস্ট) প্রোগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের অগ্রাধিকার দেওয়ার অভিযোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস আলোচনা সভা বর্জন করেছেন তারা।

তাদের অভিযোগ জুলাইয়ে বিভিন্ন সভা-সেমিনার করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ১০ লক্ষ টাকা বাজেট দিয়েছেন। এমনকি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষেধাজ্ঞা দিয়ে বৈষম্যবিরোধী নেতাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এসব ঘটনার প্রেক্ষিতে দুপুরে মিনি অডিটোরিয়াম থেকে বের হলে উপাচার্যের গাড়ি অবরুদ্ধ করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে গাড়ি ছেড়ে দেন।

এ সময় ‘লাখো শহীদের রক্তে কেনা, দেশটা কারো বাপের না’, ‘জুলাইয়ের গাদ্দাররা, হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দেন নেতাকর্মীরা। এ বিষয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, ‘পাঁচ আগস্ট আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ছিল দল মত নির্বিশেষে সবার। ৫ আগস্ট পরবর্তী সময়ে তারা যখন রাজনীতি কার্যক্রম শুরু করে তখনেই এই ব্যানার প্রশ্নবিদ্ধ হয়ে যায়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে সবকিছুতে সুবিধা দিচ্ছে। গত এক বছরে বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে ছাত্র উপদেষ্টার মাধ্যমে টাকা নিয়ে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে।’

অভিযোগ করে তিনি আরও বলেন, ‘কোন সুবিধায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে ফান্ড দিচ্ছে আমরা সেটা জানতে চাই।’ ছাত্রদল সভাপতি রাহাত জামান বলেন, ‘জুলাই অভ্যুত্থানে ছাত্রদলের ১৫২ জন ছাত্র শহীদ হয়েছেন। কিন্তু পাঁচ আগস্টের পরে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। কিছুদিন আগেও ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে অনুষ্ঠানে বক্তব্যে দেয়ার সুযোগ করে দেন।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে একটা গোষ্ঠীকে প্রাধান্য দিচ্ছে তা কোনোভাবেই কাম্য নয়।’ এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন, ‘সব ধরনের সভা সমাবেশে সকল শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানো হয়। কোন একক দল বা গোষ্ঠীকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয় না। আজকের প্রোগ্রামের জন্যও গতকাল সবাইকে আমন্ত্রণ করা হয়েছে। তারপরও কেউ যদি প্রোগ্রামে না আসে তাহলে আমাদের কিছু করার থাকেনা।’

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031