সুনামগঞ্জ-৩ আসনে প্রার্থীতা ঘোষণা করলেন নাদীর আহমেদ

সচিত্র সিলেট
প্রকাশিত জুলাই ১৯, ২০২৫
সুনামগঞ্জ-৩ আসনে প্রার্থীতা ঘোষণা করলেন নাদীর আহমেদ

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী হয়ে নিজ ইউনিয়নের ভোটারদের সাথে নিয়ে সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে প্রার্থীতা ঘোষণা করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য নাদীর আহমেদ। শনিবার (১৯ জুলাই) বিকাল ৩টায় শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের মাঠে ইউনিয়নবাসীর সাথে এক মতবিনিময় সভায় ধানের শীষের মনোয়ন প্রত্যাশী হয়ে প্রার্থীতা ঘোষণা করেন তিনি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পূর্ব বীরগাঁও ইউনিয়নের প্রবীণ মুরব্বি আবদুল করিম। সমাজকর্মী রিফান আহমেদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও সংসদ সদস্য পদপ্রার্থী নাদীর আহমেদ।

বক্তব্যে তিনি বলেন , আগামী সংসদ নির্বাচন হচ্ছে আমাদের দীর্ঘ দিনের প্রতীক্ষিত নির্বাচন। আগামী রোজার আগে সম্ভবত এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী হিসেবে, আপনাদের (শান্তিগঞ্জ-জগন্নাথপুরের) সন্তান হিসেবে আমি আমার দলের কাছে মনোনয়ন চাইবো, ধানের শীষ প্রতীক চাইবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমি এই আসনে নির্বাচনী মাঠে কাজ করার জন্য নির্দেশিত হয়েছি।

তিনি বলেন, ২০০৫ সাল থেকে আমি এই আসনে নির্বাচন করার চেষ্টা করে আসছি। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদ সাহেব মারা যাওয়ার পরে উপনির্বাচনে আমি এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলাম, তখনই আমি আমার অবস্থান জানান দিয়েছিলাম। আমি শোভাযাত্রাও করেছিলাম। আমার দীর্ঘ ৪৩ বছরের রাজনীতিতে আমি কখনোই আদর্শচ্যূত হইনি। ২০০৭ সালে যখন নির্বাচন হওয়ার কথা হয়েছিলো তখন আমি মনোনয়নপত্রও দাখিল করেছিলাম। কিন্তু তথাকথিত ১/১১’র কারণে সে নির্বাচন হয়নি। পরে আমার দল বিএনপি দীর্ঘ দিন নির্বাচনে অংশগ্রহণ করেনি। আমরা একটি আন্দোলনের মধ্য দিয়ে সময় অতিবাহিত করেছি। যে দু’টি নির্বাচনে আমার দল অংশ গ্রহণ করেছিলো সেখানে জোট থাকায় আমি মনোনয়ন চাইতে পারিনি। এবছর তা উন্মোক্ত হয়েছে। বিএনপি এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। আমার এ আসন থেকে নির্বাচন করার মতো সক্ষমতা আছে। সাধারণ মানুষের সাথেও আমার সম্পর্ক আছে। তাই আজকে আমার ইউনিয়ন, আমার স্বজন, আমার পরিজন সবার সামনে প্রার্থীতা ঘোষণা করতে চাই। এসময় তিনি উপস্থিত সকলের হাত তুলে সমর্থন আছে কি না জানতে চাইলে সবাই হাত তুল তার প্রতি সমর্থন প্রদর্শন করে। এরপরই তিনি বলেন, আজ আপনারা আমাকে যে সমর্থন জানিয়েছেন আপনাদের এই সমর্থন এবং সবার দোয়া নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন চাইবো, মনোয়ন প্রত্যাশী হিসেবে আজকে তা আনুষ্ঠানিকভাবে ষোষণা করছি।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- বীরগাঁও গ্রামের মুরব্বি আহমেদুল কবির সামুয়েল, মুহিদ মিয়া ও মুজিবুর রহমান। এসময় পূর্ব বীরগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রবীণ মুরব্বি ও বিএনপির বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930