নিজস্ব প্রতিবেদক:
বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উপলক্ষে মতবিনিময় সভা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টায় জৈন্তাপুর উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে ও ৪৮ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন পিবিজিএম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট সেক্টরের উপ-মহাপরিচালক, সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক ও গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী।
মতবিনিময় সভায় অথিতিবৃন্দ তাদের বক্তব্যে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাবে একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য জন্য কি পরিমান বিরূপ প্রভাব সৃষ্টি হয় সে বিষয় আলোচনা করেন।
সভায় বলা হয় বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ সহ মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। আলোচনা সভায় মাদকদ্রব্যের উৎপত্তি, মাদক চোরাচালান, মাদক সেবনের কারন সমূহের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। এছাড়াও মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব,মাদক সেবনের প্রতিরোধ ও প্রতিকার নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক ভাবে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় বিগত ১ বছরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক আটককৃত মাদকদ্রব্যের পরিসংখ্যান তুলে ধরা হয়। পরিসংখ্যান অনুযায়ী গত ১২ মাসে ৪৮ বিজিবি কর্তৃক ৮০৮৫ বোতল বিদেশি মদ, ১৩৫০ বোতল বিয়ার,১৭৯৫ বোতল ফেনসিডিল, ৬৩৫ পিস ইয়াবা, ৬২ কেজি গাঁজা ও ৩৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জৈন্তাপুর মডেল থানার উপ পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ উসমান গনী, গোয়াইনঘাট থানার উপ পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির আহমেদ, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান হাজী আলমগীর হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের উপ- পরিদর্শক উত্তম পাল।
মতবিনিময় সভা শেষে বিজিবির পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে স্থানীয় পুরুষ মহিলা ও শিশুরা চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ গ্রহণ করেন।
পরে বিজিবি সিলেট সেক্টরের উপ- মহাপরিচালক উপস্থিত সাংবাদিকদের সাথে সীমান্ত সংশ্লিষ্ট বিষয়ে প্রেস ব্রিফিং করেন।