সিলেট মহানগর শ্রমিকদলের বিক্ষোভ মিছিল

সচিত্র সিলেট
প্রকাশিত জুলাই ২১, ২০২৫
সিলেট মহানগর শ্রমিকদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্র, তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার, মিডফোর্ডে পাশবিক হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং কুচক্রিমহল কর্তৃক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল সিলেট মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ জুলাই) বেলা ১২টায় সিলেট নগরীর ঐতিহাসিক ক্বীনব্রীজের সামন থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুবহানীঘাট পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

মহানগর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও মহানগর শ্রমিকদলের আহবায়ক আব্দুল আহাদ এর সভাপতিত্বে এবং মহানগর শ্রমিকদলের যুগ্ম আহবায়ক বাবলু হোসেন বাবুল এর পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও মহানগর শ্রমিকদলের সদস্য সচিব জাহাঙ্গীল আলম চৌধুরী জীবন, মহানগর শ্রমিকদলের যুগ্ম আহবায়ক খোকন ইসলাম।

মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন- সিলেট জেলা শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামছুল ইসলাম ফয়ছল, সিলেট মহানগর শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, চান মিয়া, জিলানী আহমদ জিলা, লিটন আহমদ, রফিক মিয়া, হাবিবুর রহমান হাবিব, তেরাব আলী লিটন, নূর আহমদ, দপ্তর ও প্রচার সম্পাদক কামরান হোসেন সামি, সদস্য আফাজ উদ্দিন, কোতোয়ালী মডেল থানা শ্রমিকদলের সদস্য সচিব এম রহমান নোমান, সিনিয়র যুগ্ম আহবায়ক এম শাহ আলম, শাহপরান থানা শ্রমিকদলের সদস্য সচিব কবির হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ আলম, বিমানবন্দর থানা শ্রমিকদলের আহবায়ক আব্দুল মুমিন, সদস্য সচিব ক্বারী জহির আহমদ, জালালাবাদ থানা শ্রমিকদলের আহবায়ক শাহীন আহমদ সুহিন, সদস্য সচিব আনোয়ার হোসেন, মোগলাবাজার থানা শ্রমিকদলের আহাবয়ক নেছার আহমদ, সদস্য সচিব খালেদ আহমদ খালেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক শাহীন আহমদ, ১নং ওয়ার্ড শ্রমিকদলের আহবায়ক শাহীন আহমদ মঙ্গল, সদস্য সচিব মুক্তার হোসেন, ৩৬নং ওয়ার্ড শ্রমিকদলের আহবায়ক আনোয়ার হোসেন আনোয়ার, সদস্য সচিব হাসিম উদ্দিন প্রমুখ।

এছাড়াও সিলেট মহানগর শ্রমিকদল, বিভিন্ন থানা শ্রমিকদল এবং ওয়ার্ড শ্রমিকদলের সর্বস্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031