কাজী জমিরুল ইসলাম মমতাজ , সুনামগঞ্জ
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার ৪শত শিক্ষার্থী পেল গাছের চারা ও শিক্ষা উপকরণ।
সোমবার(২১জুলাই) সকাল ১১টায় উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে, কৃষি প্রণোদনার আওতায় প্রতি শিক্ষার্থীদের ৪টি করে ফলদ ও ঔষধি গাছের চারা ও উপজেলার বার্ষিক উন্নয়ন কর্মসূচি’র (এডিপি) অর্থায়নে প্রতি শিক্ষার্থীদের একটি টিফিন বক্স, পানির বোতল প্রদান করা হয়।
শিক্ষার্থীদের গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে, উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভাপতির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক সুকান্ত সাহা।
সভায় আরও বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম, জীবদ্বাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদ সহ প্রমূখ।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, জেলা প্রশাসন ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম ভুইয়া, ডুংরিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মদন মোহন রায়, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার সহ প্রমূখ।