ধর্ষণের দায়ে অভিযুক্ত শাবির ২ ছাত্র আজীবন বহিষ্কার

সচিত্র সিলেট
প্রকাশিত জুন ২৫, ২০২৫
ধর্ষণের দায়ে অভিযুক্ত শাবির ২ ছাত্র আজীবন বহিষ্কার

শাবি প্রতিনিধি

ধর্ষণের দায়ে অভিযুক্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে আজীবন বহিষ্কার করেছে প্রশাসন। মঙ্গলবার অনলাইনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একাধিক সিন্ডিকেট সদস্য নিশ্চিত করেছেন।

আজীবন বহিষ্কৃত দুজন হলেন- সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী স্বাগত দাস পার্থ ও শান্ত তারা আদনান।

ধর্ষণের অভিযোগের সত্যতা পাওয়ায় শৃঙ্খলা কমিটি থেকে দুই ছাত্রের আজীবনের জন্য বহিষ্কারের সুপারিশ আসে। সিন্ডিকেটে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। এছাড়া সিন্ডিকেটে ক্যাম্পাসে নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েও আলোচনা হয় বলে জানান সিন্ডিকেট সদস্যরা।

এর আগে ২ মে মেসে ডেকে নিয়ে সমাজবিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ছাড়া গোপনে তার ছবি ও ভিডিও ধারণ করা হয়; যা পরে ইন্টারনেট ও মোবাইলে ছড়িয়ে দেওয়া হয় বলে বাদী মামলার এজাহারে অভিযোগ করে।

পরে ১৯ জুন রাতে ওই ছাত্রী শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২ থেকে ৩ জনকে আসামি করে মামলা করেন। ওইদিনই আদনান ও পার্থকে পুলিশ গ্রেফতার করে।

এরপর ধর্ষণের ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়ায় ওই দুই ছাত্রকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আদালত তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031