সিলেটবাসীর স্বার্থ-বিরোধী পদক্ষেপ গ্রহণ করছেন ডিসি: আরিফ

সচিত্র সিলেট
প্রকাশিত জুলাই ২, ২০২৫
সিলেটবাসীর স্বার্থ-বিরোধী পদক্ষেপ গ্রহণ করছেন ডিসি: আরিফ

নিজস্ব প্রতিবেদক:

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, সরকারকে আমরা সার্বিক সহযোগীতা করছি। কিন্তু সিলেটের জেলা প্রশাসকের একতরফা কার্যকলাপে আমার সন্দেহ হচ্ছে, তিনি সাবোটাজ করছেন কি না। কারণ, কারো সঙ্গে আলোচনা না করেই তিনি সিলেটবাসীর স্বার্থ-বিরোধী পদক্ষেপ গ্রহণ করছেন।

তিনি বলেনে পরিবেশের ক্ষতি না করে পাথর উত্তোলন বা ভাঙার ব্যাপারে আদালতের নির্দেশান আছে। সে অনুযায়ী ব্যবস্থা নেয়ার পক্ষে আমরা।

আরিফুল হক চৌধুরী বুধবার ( ২ জুলাই) দুপুরে সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে অনুষ্টিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন।

সিলেটের পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ও পরিবহন মালিক শ্রমিদের উদ্যোগে অনুষ্টিত এ সমাবেশে আফিরফুল হক চৌধুরী বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী পাথর উত্তোলন বা ভাঙার ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। আমরা পরিবেশের বিপক্ষে নয়, পক্ষে। কিন্তু একই সাথে আমরা সিলেটের সাধারণ মানুষেরও পক্ষে। আদালতের নির্দেশ আছে, ক্রাশার মিলগুলোর জন্য আলাদা জোন করে দিতে হবে, তাদের জন্য প্রয়োজনীয় পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, সংশ্লিষ্ট সব পক্ষ বসে আলোচনা করলে এসব সমস্যার একটা সমাধা হতো। কিন্তু সিলেটের বর্তমান জেলা প্রশাসক তা করছেন না। তিনি তার ইচ্ছামতো কাজ করছেন। তার তৎপরতা সিলেটের মানুষের স্বার্থের বিপক্ষে।

তিনি পাথরখাত সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের আন্দোলন সমর্থনের ঘোষণা দেন এবং অবিলম্বে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য, ৫ দফা দাবি আদায় না হলে আগামী শনিবার থেকে সিলেট অঞ্চলে সর্বাত্মক পরিবহন ধর্মঘট আহ্বান করেছে পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

দফাগুলো হচ্ছে, বন্ধ থাকা পাথর কোয়ারিগুলো খুলে দেওয়া, ক্রাশার মেশিন ধ্বংসের অভিযান বন্ধ করা, পাথর পরিবহনকারী ট্রাক আটক না করা, চালকদের হয়রানি ও নির্যাতন বন্ধ করা এবং সিলেটের জেলা প্রশাসকের অপসারণ।

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930