‘নির্ঝর’, সক্রিয় থাকবে যতদিন

সচিত্র সিলেট
প্রকাশিত জুন ২৮, ২০২৫
‘নির্ঝর’, সক্রিয় থাকবে যতদিন

অনলাইন ডেস্ক:

চলছে বর্ষা মৌসুম। তবে, এখন পর্যন্ত স্বাভাবিক বৃষ্টিপাতের কোনো লক্ষণ নেই। কাঙ্খিত বৃষ্টির অভাবে অস্বস্তি বিরাজ করছে জনজীবনে। এমন পরিস্থিতিতে কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

সংস্থাটি বলছে, দেশের দিকে ধেয়ে আসছে অত্যন্ত শক্তিশালী বৃষ্টিবলয় ‘নির্ঝর’। শুক্রবার (২৭ জুন) রাতে নিজেদের ফেসবুক পেজে এমন তথ্য জানায় বিডব্লিউওটি।

পোস্টে বিডব্লিউওটি জানিয়েছে, দেশের দিকে ধেয়ে আসছে ভারী থেকে অতিভারী মৌসুমি বৃষ্টিবলয় ‘নির্ঝর’। এটি চলতি বছরের সপ্তম বৃষ্টিবলয় এবং তৃতীয় মৌসুমি বৃষ্টিবলয়, যা ২৮ জুন দেশের উপকূলীয় এলাকা থেকে শুরু হয়ে আগামী ৫ জুলাই রাজশাহী বিভাগ হয়ে দেশ ত্যাগ করতে পারে।

দেশের সমগ্র উপকূলীয় এলাকায় সর্বাধিক সক্রিয় থাকলেও বৃষ্টিবলয়টি বেশ সক্রিয় থাকবে বরিশাল, চট্টগ্রাম এবং খুলনা বিভাগেও; আর মাঝারিভাবে সক্রিয় থাকবে সিলেট বিভাগে।

এছাড়া রংপুর, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে হালকা থেকে মাঝারিভাবে সক্রিয় থাকবে এটি।

এ সময় চট্টগ্রাম এবং সিলেট বিভাগের পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। কালবৈশাখীর আশঙ্কা না থাকলেও কমবেশি বজ্রপাত হতে পারে। পাশাপাশি বড় কোনো ঝড়ের সম্ভাবনা না থাকলেও উপকূলীয় এলাকায় লঘুচাপের প্রভাবে মাঝারি ঝড় বয়ে যেতে পারে। আর মৌসুমি বায়ুচাপের তারতম্যের কারণে বেশিরভাগ সময়ই সাগর কিছুটা উত্তাল থাকতে পারে।

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031