‘দেখা যাক, দায় কেউ নেয় কিনা’— ইউনূস-স্টারমার বৈঠক না হওয়া নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা

সচিত্র সিলেট
প্রকাশিত জুন ২৬, ২০২৫
‘দেখা যাক, দায় কেউ নেয় কিনা’— ইউনূস-স্টারমার বৈঠক না হওয়া নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক যুক্তরাজ্য সফরকে দেশটির পক্ষ থেকেই ‘সরকারি’ বা ‘অফিশিয়াল’ বলা হয়েছিল বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যুক্তরাজ্য সরকার প্রথমে সফরটিকে অফিসিয়াল বলে উল্লেখ করে। তাদের সেই বক্তব্যের ভিত্তিতেই আমরা বিষয়টি নিশ্চিত করি। এতে কোনো সংশয় নেই।’

তবে সফরকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ড. ইউনূসের বৈঠক না হওয়া প্রসঙ্গে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি তিনি। তৌহিদ হোসেন বলেন, ‘বৈঠকটি কেন হয়নি, আমি সঠিকভাবে বলতে পারছি না। আমি তো সেখানে ছিলাম না। যারা উপস্থিত ছিলেন, তারাই ভালো বলতে পারবেন। তবে বাস্তবতা হলো, মিটিংটি হয়নি।’

এর আগে গত ১৮ জুন এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. রুহুল আলম সিদ্দিকী জানিয়েছিলেন, যুক্তরাজ্যের ঢাকাস্থ হাইকমিশনার একটি ব্রেকফাস্ট মিটিংয়ে জানিয়ে ছিলেন যে, সফরটিকে ‘সরকারি সফর’ হিসেবে উন্নীত করা হয়েছে।

তবে বৈঠক না হওয়ার দায় কার—সাংবাদিকদের এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, ‘এখন দেখা যাক, কেউ দায় নেয় কি না। তারা কখনো বলেনি যে, নির্দিষ্ট এই সময়ে বৈঠকটি হবে। তবে সফর সরকারি ছিল—এটি তারা বলেছিল এবং সেই অনুযায়ী আমাদের কিছু প্রত্যাশা ছিল।’

আরেক প্রশ্নে তিনি জানান, সফরকালে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীও ড. ইউনূসের সঙ্গে কোনো সৌজন্য সাক্ষাৎ করেননি।

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031