সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদান নিয়ে কড়া নির্দেশনা দিল এনটিআরসিএ

সচিত্র সিলেট
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৫
সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদান নিয়ে কড়া নির্দেশনা দিল এনটিআরসিএ

অনলাইন ডেস্ক:

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে নিয়োগের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদান নিয়ে কড়া নির্দেশনা দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বুধবার (১০ সেপ্টেম্বর) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছে, এনটিআরসিএ কর্তৃক এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের শূন্যপদ পূরণের লক্ষ্যে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বমোট ৪১ হাজার ৬২৭ জন প্রার্থীকে ১৮ হাজার ৮৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে কোনো প্রকার হয়রানি না করে উক্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অনুকূলে আবশ্যিকভাবে নিয়োগপত্র প্রদান করবে।

এতে আরও বলা হয়, নিয়োগপত্র প্রাপ্তির ৭ (সাত) কার্যদিবসের মধ্যে প্রার্থীকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে হবে। অন্যথায় উক্ত পদ শূন্য মর্মে বিবেচিত হবে। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ কোনো প্রকার হয়রানি না করে যোগদানকৃত শিক্ষকের এমপিওভুক্তির কার্যক্রম গ্রহণ করবেন।

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031