নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ নেতা–কর্মীদের ‘গোপন বৈঠক’, গ্রেপ্তার ২২

সচিত্র সিলেট
প্রকাশিত আগস্ট ১, ২০২৫
নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ নেতা–কর্মীদের ‘গোপন বৈঠক’, গ্রেপ্তার ২২

অনলাইন ডেস্ক:

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে ‘গোপন বৈঠক’ আয়োজনের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের ২২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এক মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়ে তদন্ত করছে সেনাবাহিনী। খবর ইত্তেফাক

বৃহস্পতিবার (৩১ জুলাই) সেনা সদরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। সেনা কর্মকর্তারা জানান, অভিযুক্ত মেজর সাদিকুল হক (সাদিক) সেনা হেফাজতে রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে।

এ ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে। অভিযোগে বলা হয়, গত ৮ জুলাই বসুন্ধরার কে বি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও তৃণমূল কর্মীরা অংশ নেন। সেখানেই ‘সরকার উৎখাত ও শেখ হাসিনার প্রত্যাবর্তন’ নিয়ে ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা হয়।

ডিবি সূত্র জানায়, গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন যুবলীগ নেতা সোহেল রানা ও আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন (শম্পা)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয়। জানা যায়, তিনি সরকারের বিরুদ্ধে নাশকতামূলক প্রশিক্ষণ দেন। বৈঠক চলাকালে কনভেনশন সেন্টারের সব সিসিটিভি ক্যামেরাও বন্ধ রাখা হয়।

মামলার তদন্ত কর্মকর্তারা বলছেন, গ্রেপ্তারকৃতদের প্রযুক্তিগত তথ্য যাচাই করে রিমান্ডে এনে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে। ষড়যন্ত্রে জড়িত সবাইকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031