শেষ বিকেলে ব্যাটিং ধস, ৫০০ করতে পারবে তো বাংলাদেশ!

সচিত্র সিলেট
প্রকাশিত জুন ১৮, ২০২৫
শেষ বিকেলে ব্যাটিং ধস, ৫০০ করতে পারবে তো বাংলাদেশ!

অনলাইন ডেস্ক:

দাপটের সঙ্গে দ্বিতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। বৃষ্টির বাধার পরও রান ফোয়ারা বইয়েছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। কিন্তু মুশফিকের আউটের পরই শুরু হয় ছন্দপতন। ৪ উইকেটের বিনিময়ে ৪৫৮ রান করা লাল সবুজদের জন্য এখন ৫০০ রান করাও কঠিন হয়ে দাঁড়াল।

গলে সিরিজের প্রথম টেস্টে মঙ্গলবার (১৭ জুন) টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং বেছে নিয়েছিল বাংলাদেশ। প্রথমে বৃষ্টির বাধা এবং পরে আলোক স্বল্পতার কারণে দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে আগেভাগেই। ১৫১ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৪৮৪ রান। মাত্র ২৬ রানের বিনিময়ে শেষ ৫ উইকেট হারিয়েছে শান্ত বাহিনী। লিটন সেঞ্চুরি আর মুশফিক ডাবল সেঞ্চুরির সুযোগ মিস করেছেন। ক্রিজে শূন্য রানে অপরাজিত রয়েছেন হাসান মাহমুদ ও নাহিদ রানা।

লঙ্কানদের হয়ে ৩টি করে উইকেট তুলে নিয়েছেন অসিথা ফার্নান্দো, মিলান রত্নানায়েকে ও থারিন্দু রত্নানায়েকে।

দাপটের সঙ্গে দ্বিতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। মুশফিকের সঙ্গে ২৬৪ রানের জুটি গড়ে দিনের শুরুতে বিদায় নিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২৭৯ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১৪৮ রানে থেমেছিল তার ইনিংস। এরপর লিটনকে নিয়ে রান ফোয়ারা বইয়ে গেছেন মুশফিক। বৃষ্টির বাধায় মাঝে আড়াই ঘণ্টা খেলা বন্ধ থাকলেও ছন্দ ধরে রেখেছিলেন দুজনে। ৪ উইকেটের বিনিময়ে ৪৫৮ রান। লিটন সেঞ্চুরির পথে আর মুশফিক এগোচ্ছেন ডাবলের দিকে। আর দলীয় সংগ্রহর নিশানা তো পাঁচশ ছাড়িয়ে ছয়শ’র দিকে।

কিন্তু হঠাৎ ছন্দপতনে সব নস্যাৎ হয়ে যায়। ৩৫০ বলে ৯ চারের মারে ১৬৩ রান করে অসিথার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন মুশফিক। পরের ওভারে মিলানের বলে ক্যাচ তুলে দিয়ে আক্ষেপে পুড়েন লিটনও। ১২৩ বলে ১১ চার ও ১ ছক্কায় ৯০ রানে থামে তিনি। জাকের এসে ১৬ বলে ৮ রান করে বিদায় নেন। তাইজুল ইসলাম (৬) ও নাঈম হাসানরাও (১১) ক্রিজে স্থায়ী হতে পারেননি। ২৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে শেষ বিকেলটা মলিন করে মাঠ ছাড়ে লাল সবুজরা। হাসান-রানাদের সামনে এখন চ্যালেঞ্জ তৃতীয় দিনে দলকে অন্তত ১৬ রান এনে দিয়ে পাঁচশ’র ঘরে পৌঁছে দেওয়া।

বৃষ্টির বাধায় এদিন প্রথমে ১৮ ওভার কমানো হয়েছিল। এরপর আলোকস্বল্পতার কারণে ৭২ ওভারের জায়গায় ৬১ ওভারে শেষ হয় দিন। তৃতীয় দিন নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে শুরু হবে ম্যাচ। বাংলাদেশ সময় পৌনে ১০টায় মাঠে নামবে দুদল।

এর আগে প্রথম দিনে মাত্র ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। এনামুল হক বিজয় শূন্য, সাদমান ইসলাম ১৪ আর মুমিনুল হক ২৯ রান করে বিদায় নেন। টপ অর্ডারের ব্যর্থতার পর হাল ধরে প্রথম দিন শেষ করেন মুশফিক ও শান্ত।

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031