এশিয়ান কাপ বাছাই পর্বের দলেও নেই সাবিনা-সানজিদা

সচিত্র সিলেট
প্রকাশিত জুন ২৫, ২০২৫
এশিয়ান কাপ বাছাই পর্বের দলেও নেই সাবিনা-সানজিদা

অনলাইন ডেস্ক:

এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই দলেও জায়গা হয়নি দুই অভিজ্ঞ ফুটবলার সানজিদা আক্তার ও সাবিনা খাতুনের। এশিয়ান কাপ বাছাই পর্বে অংশ নিতে মঙ্গলবার (২৪ জুন) রাতে মিয়ানমারের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

সর্বশেষ জর্ডানে অনুষ্ঠিত ত্রিদেশীয় টুর্নামেন্টের স্কোয়াডের ২০ ফুটবলার জায়গা পেয়েছেন বাছাইয়ের দলে। ঘোষিত দলে তিনটি পরিবর্তন এসেছে। নতুন তিনজন যোগ হওয়ায় বাদ পড়েছেন তিনজন।

বাদ পড়েছেন দুই গোলরক্ষক মেঘলা রানী ও ফেরদৌসী আক্তার এবং মিডফিল্ডার শান্তি মার্ডি। তাদের পরিবর্তে ডাক পেয়েছেন গোলরক্ষক মিলি আক্তার ও স্বর্ণা রানী এবং ডিফেন্ডার নিলুফা ইয়াসমিন।

এএফসি নারী এশিয়ান কাপের ২১তম আসর বসবে আগামী বছরের মার্চে, অস্ট্রেলিয়ায়। আয়োজক দেশ হিসেবে অস্ট্রেলিয়া ছাড়াও গতবারের চ্যাম্পিয়ন চীন, রানার্সআপ দক্ষিণ কোরিয়া এবং তৃতীয় স্থান অধিকারী জাপান সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেছে। বাকি আটটি স্থান নির্ধারিত হবে বাছাই পর্বের আট গ্রুপের চ্যাম্পিয়ন দল দিয়ে।

‘সি’ গ্রুপে বাংলাদেশের তিন প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। আগামী ২৯ জুন প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন, ২ জুলাই প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার আর ৫ জুলাই গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ নারী ফুটবল দল

গোলরক্ষক: রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী। ‎

ডিফেন্ডার: শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, জয়নব বিবি, নিলুফা ইয়াসমিন।

‎মিডফিল্ডার: মনিকা চাকমা, মারিয়া মান্দা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, হালিমা আক্তার।

‎ফরোয়ার্ড: ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, মোসাম্মত সাগরিকা, শাহেদা আক্তার, সুরভী আকন্দ, মোসাম্মত সুলতানা, নবীরণ খাতুন ও উমেলা মারমা।

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930