অনলাইন ডেস্ক:
১৩ বছর ধরে রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন লুকা মডরিচ। দীর্ঘ দিনের সম্পর্ক ছিন্ন করে নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন লুকা মডরিচ। ৩৯ বছর বয়সী এই ক্রোয়াট কিংবদন্তি এবার ক্যারিয়ার চালিয়ে যাবেন ইতালিয়ান ক্লাব এসি মিলানে।
ইতালিয়ান ট্রান্সফার বিশ্লেষক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, মডরিচ ও এসি মিলানের মধ্যে মৌখিক চুক্তি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ক্লাব বিশ্বকাপ শেষে মিলানের সঙ্গে তার আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হবে।
মিলানের স্পোর্টিং ডিরেক্টর ইগলি তারে মডরিচের প্রশংসা করে বলেন, তিনি এখনো বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। বয়স তার প্রতিভা ও দক্ষতাকে ম্লান করতে পারেনি। তার অভিজ্ঞতা দলকে আরও শক্তিশালী করবে, আমরা তা যথাযথভাবে কাজে লাগাতে চাই।