নারী এশিয়ান কাপে দুই শহরে তিন ম্যাচ খেলবে বাংলাদেশ

সচিত্র সিলেট
প্রকাশিত জুলাই ২৯, ২০২৫
নারী এশিয়ান কাপে দুই শহরে তিন ম্যাচ খেলবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক:

আগামী বছরের ১-২১ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়া কাপ। মঙ্গলবার (২৯ জুলাই) সিডনিতে ১২ দলের এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। ৯ বারের চ্যাম্পিয়ন চীন ও তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে আফঈদাদের আরেক প্রতিপক্ষ উজবেকিস্তান।

টুর্নামেন্টের সূচিও চূড়ান্ত হয়ে গেছে। ২০২৬ সালের ৩ মার্চ এশিয়ান কাপে অভিষেক হবে বাংলাদেশের। ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। ৬ মার্চ একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে উত্তর কোরিয়ার বিপক্ষে।

এরপর গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে পার্থে যেতে হবে আফঈদা-ঋতুপর্ণাদের। ৯ মার্চ পার্থ রেকটাঙ্গুলার স্টেডিয়ামে উজবেকিস্তানের মোকাবিলা করবে পিটার বাটলারের শিষ্যরা।

১২ দলের টুর্নামেন্টে তিন গ্রুপে থাকা চারটি করে দল লড়বে নকআউটের জন্য। তিন গ্রুপের সেরা দুটি করে মোট ৬ দল সরাসরি যাবে কোয়ার্টার ফাইনালে। তাদের সঙ্গে গ্রুপ পর্বে তৃতীয় হওয়া তিন দলের সেরা দুই দলও পাবে শেষ আটে খেলার সুযোগ।

এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে ওঠা আট দলের সুযোগ থাকবে ২০২৭ ব্রাজিল বিশ্বকাপ এবং ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলার।

August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031