অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

সচিত্র সিলেট
প্রকাশিত জুন ২৮, ২০২৫
অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

অনলাইন ডেস্ক:

শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় টেস্টে এক ইনিংস ও ৭৮ রানের হারের পর অধিনায়কত্ব ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত।

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান তিনি।

অনেকদিন ধরেই গুঞ্জন ছিল, টেস্ট অধিনায়কত্ব ছাড়তে পারেন শান্ত। ওয়ানডে দলের নেতৃত্ব থেকে বাদ পড়ার পর থেকেই এমন আলোচনা চলছিল। সিরিজের শেষ দিনে, ম্যাচের পরের সংবাদ সম্মেলনের শেষে শান্ত নিজেই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন এই সিদ্ধান্ত।

শান্ত বলেন, দলের স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্যক্তিগত আবেগ বা কোনো ক্ষোভ থেকে নয়, বরং ড্রেসিংরুমের পরিবেশ ও দলের ভবিষ্যতের কথা ভেবেই এমনটা করেছেন। তার মতে, তিন সংস্করণে তিনজন আলাদা অধিনায়ক দলের জন্য জটিলতা তৈরি করতে পারে। তাই সরে দাঁড়ানোই দলের জন্য ভালো হবে বলে মনে করছেন তিনি।

যদিও শান্ত জানান, অনেক আগেই তিনি ক্রিকেট পরিচালনা বিভাগকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান নাজমুল আবেদীন দাবি করেন, তার কাছে কোনো আনুষ্ঠানিক বার্তা আসেনি।

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031