আমার জীবন আপনাদের কনটেন্ট নয়: ঐশ্বরিয়া

সচিত্র সিলেট
প্রকাশিত জুন ২৭, ২০২৫
আমার জীবন আপনাদের কনটেন্ট নয়: ঐশ্বরিয়া

অনলাইন ডেস্ক:

‘গুম হ্যায় কিসি কে প্যায়ার মে’ এবং ‘বিগ বস ১৭’-এর তারকা দম্পতি নিল ভাট ও ঐশ্বরিয়া শর্মাকে নিয়ে সম্প্রতি বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এই গুঞ্জনের অবসান ঘটালেন খোদ ঐশ্বরিয়া নিজেই। বৃহস্পতিবার (২৬ জুন) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি জোরালো বার্তা দিয়ে তিনি জানিয়ে দেন, এসব খবর ভিত্তিহীন এবং তার ব্যক্তিগত জীবনের গুজব ছড়ানো বন্ধ হওয়া উচিত।

ঐশ্বরিয়া তার ইনস্টা স্টোরিতে স্পষ্ট জানিয়েছেন, তার নীরবতার মানে দুর্বলতা নয় এবং তার ব্যক্তিগত জীবন কারো প্রচারের সামগ্রী নয়। বৃহস্পতিবার তিনি একটি সংবাদ প্রতিবেদন শেয়ার করে লিখেছেন, ‘আমি দীর্ঘ দিন ধরে চুপ করে আছি, এর মানে এই নয় যে আমি দুর্বল, আমি শুধু শান্তি বজায় রাখছি।’

‘কিন্তু আপনারা কেউ কেউ এমন কিছু লিখছেন যা আমি কখনোই বলিনি, এমন ন্যারেটিভ তৈরি করছেন যা আমি কখনোই সমর্থন করি না। কোনো রকম তথ্য বা আমার জবাবদিহিতা ছাড়াই নিজেদের প্রচারের জন্য অনেকে আমার নাম ব্যবহার করছেন, এটা খুবই দুঃখজনক।’

ঐশ্বরিয়া তার পোস্টে জোর দিয়ে বলেছেন, তিনি কোনো সাক্ষাৎকার দেননি বা এই ধরনের কোনো বিবৃতি বা রেকর্ডিং কাউকে দেননি। তিনি চ্যালেঞ্জ করে বলেছেন, ‘আপনাদের কাছে যদি কোনো বাস্তব প্রমাণ, অডিও বা ভিডিও থাকে যাতে আমি এ কথা বলছি, তাহলে তা প্রকাশ করুন।’

‘না হলে আমার নামে খবর ছড়ানো বন্ধ করুন। আমার জীবন আপনাদের কনটেন্ট নয়। আমি চুপ থাকছি মানেই আপনারা যা খুশি তাই বলবেন, এমনটা নয়। মনে রাখবেন: কেউ যদি নীরব থাকে তবে এর অর্থ এই নয় যে তার বলার মতো কিছু নেই।’

জনপ্রিয় টিভি শো ‘গুম হ্যায় কিসিকে পেয়ার মে’ এর সেটেই নীল ভাট এবং ঐশ্বরিয়া শর্মার প্রেমের শুরু। এরপর ২০২১ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সম্প্রতি ‘বিগ বস ১৭’-এর ঘরে একসঙ্গে দেখা গিয়েছিল এই তারকা দম্পতিকে।

ঐশ্বরিয়া তার ইনস্টা স্টোরিতে স্পষ্ট জানিয়েছেন, তার নীরবতার মানে দুর্বলতা নয় এবং তার ব্যক্তিগত জীবন কারো প্রচারের সামগ্রী নয়। বৃহস্পতিবার তিনি একটি সংবাদ প্রতিবেদন শেয়ার করে লিখেছেন, ‘আমি দীর্ঘ দিন ধরে চুপ করে আছি, এর মানে এই নয় যে আমি দুর্বল, আমি শুধু শান্তি বজায় রাখছি।’

‘কিন্তু আপনারা কেউ কেউ এমন কিছু লিখছেন যা আমি কখনোই বলিনি, এমন ন্যারেটিভ তৈরি করছেন যা আমি কখনোই সমর্থন করি না। কোনো রকম তথ্য বা আমার জবাবদিহিতা ছাড়াই নিজেদের প্রচারের জন্য অনেকে আমার নাম ব্যবহার করছেন, এটা খুবই দুঃখজনক।’

ঐশ্বরিয়া তার পোস্টে জোর দিয়ে বলেছেন, তিনি কোনো সাক্ষাৎকার দেননি বা এই ধরনের কোনো বিবৃতি বা রেকর্ডিং কাউকে দেননি। তিনি চ্যালেঞ্জ করে বলেছেন, ‘আপনাদের কাছে যদি কোনো বাস্তব প্রমাণ, অডিও বা ভিডিও থাকে যাতে আমি এ কথা বলছি, তাহলে তা প্রকাশ করুন।’

‘না হলে আমার নামে খবর ছড়ানো বন্ধ করুন। আমার জীবন আপনাদের কনটেন্ট নয়। আমি চুপ থাকছি মানেই আপনারা যা খুশি তাই বলবেন, এমনটা নয়। মনে রাখবেন: কেউ যদি নীরব থাকে তবে এর অর্থ এই নয় যে তার বলার মতো কিছু নেই।’

২০২১ সালের ৩০ নভেম্বর উজ্জয়িনীতে রাজস্থানি রীতি মেনে বিয়ে করেন নিল ভাট ও ঐশ্বরিয়া শর্মা। ‘গুম হ্যায় কিসি কে প্যায়ার মে’ সিরিয়ালের সেটেই তাঁদের পরিচয়, পরে সেখান থেকেই শুরু হয় প্রেম। ‘বিগ বস ১৭’-তেও তাঁদের সম্পর্ক প্রশংসা কুড়িয়েছিল।

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930