প্রমাণ ছাড়া কাউকে অপরাধী ধরে নেওয়াটা অন্যায়: সাফা কবির

সচিত্র সিলেট
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৫
প্রমাণ ছাড়া কাউকে অপরাধী ধরে নেওয়াটা অন্যায়: সাফা কবির

অনলাইন ডেস্ক:

গত বছরের শেষে মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংবাদের শিরোনাম হন টিভি নাটকের তিন জনপ্রিয় অভিনেত্রী- তানজিন তিশা, মুমতাহিনা চৌধুরী টয়া ও সাফা কবির। সংগীতশিল্পী সুনিধি নায়েকেরও নাম জড়ায় এতে। তাদের বিরুদ্ধে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিয়মিত মাদক সংগ্রহের অভিযোগ উঠে। সেসময় হইচই পড়ে গিয়েছিল এই তারকাদের নিয়ে।

পুরো বিষয়টি নিয়ে সে সময় চুপ ছিলেন সাফা কবির। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সব জায়গায় আড়ালে চলে যান তিনি। দীর্ঘ আট মাস পর এ অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন সাফা। জানান, এমন খবর প্রকাশের পর তার কর্মজীবনেও ব্যাপক প্রভাব পড়েছিল।

সম্প্রতি একটি টেলিভিশনের পডকাস্টে অংশ নেন সাফা। সেখানে স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘বৃহস্পতিবার খবরটি প্রকাশ করা হয়। রোববার একটি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করার কথা ছিল। কিন্তু এমন খবরের কারণে তারা সেটা বাতিল করে। আমি তাদের বোঝানোর চেষ্টা করি যে, এটা শুধু একটা নিউজ। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু তাদের কাছে এটা কীভাবে প্রমাণ করব?’

অভিনেত্রী আরও বলেন, ‘আমার কাছে প্রমাণ করার কিছু নেই, বোঝানো ছাড়া। আমার সিনিয়র শিল্পীরা আমার সঙ্গে কাজ বাতিল করে দিচ্ছিলেন। বিতর্ক এড়াতে আমার সঙ্গে কেউ কাজ করতে চাইছিলেন না। আমিও বুঝতে পারছিলাম সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে ঝড় চলছে।’

না জেনে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য ছড়িয়ে দেওয়া যেমন উচিত নয়, তেমনি প্রমাণ ছাড়া কাউকে অপরাধী ধরে নেওয়াটাও অন্যায় বলে মনে করেন সাফা।

তিনি বলেন, ‘আমরা হুজুগে অনেক কিছু করে ফেলি। কিন্তু চিন্তা করি না এ ধরনের কর্মকাণ্ড মানুষের জীবন বা সমাজে কী প্রভাব ফেলবে। আমাদের পরিবার আছে, ওয়ার্ক লাইফ আছে, এগুলো কি কেউ চিন্তা করে? এমনিতেই মিডিয়াকে মানুষ ভালো চোখে দেখে না। এই ধরনের খবরের কারণে মা-বাবার মনে ধারণা জন্মাল, তাদের সন্তানরা এখানে সুরক্ষিত না, তাদের এখানে কাজ করতে দেওয়া যাবে না। আমার মনে হয়, যেকোনো কিছু করার আগে দুবার ভাবা দরকার।’

ওই সময় শোবিজের কয়েকজন বন্ধুকে পাশে পেয়েছিলেন বলে জানান সাফা। মানসিকভাবে তারা সাহস জুগিয়েছেন। তাদের জন্যই এমন পরিস্থিতি সামাল দিতে পেরেছেন বলে মন্তব্য করেন তিনি।

সাফা আরও বলেন, ‘তৌসিফ মাহবুব তখন বলেছিল, আমি সাফার সঙ্গে কাজ করব। এ ছাড়া জোভান অনেক সহযোগিতা করেছে, সিয়ামও সে সময় মানসিকভাবে পাশে ছিল। আমার এ বন্ধুরা অনেক সুন্দর। এখানে এত ভালো বন্ধু আমি পেয়েছি। অনেকেই বলেন মিডিয়ার মানুষ বন্ধু হয় না! আমি এর সঙ্গে কানেক্ট করতে পারি না।’

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031