সড়ক দুর্ঘটনায় দুই পা হারালেন সংবাদ পাঠিকা

সচিত্র সিলেট
প্রকাশিত জুলাই ৩, ২০২৫
সড়ক দুর্ঘটনায় দুই পা হারালেন সংবাদ পাঠিকা

অনলাইন ডেস্ক:

ঠাকুরগাঁওয়ে সংবাদ পাঠের উদ্দেশ্যে অফিসের দিকে যাওয়ার পথে গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁওয়ের সংবাদ পাঠিকা মনি চৌধুরী (৩৫)। আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চৌধুরী হাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মনি চৌধুরী সালন্দর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মৃত মহি উদ্দিন চৌধুরীর মেয়ে।

জানা যায়, সকালবেলায় সংবাদ পাঠের উদ্দেশ্যে তিনি তার ভাইয়ের মোটরসাইকেলে করে বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও অফিসের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সালন্দর চৌধুরীহাট বাজার এলাকায় মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে যান তিনি। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতির ১০ চাকার ট্রাক তার পায়ের ওপর দিয়ে চলে যায়।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার একটি পা কেটে ফেলতে বাধ্য হন। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার আরেকটি পা কেটে ফেলতে হয়। বর্তমানে মনি চৌধুরী রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই স্থানীয়রা স্থানীয় জনতা ট্রাকটিকে আটক করেছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031