বিএনপি-সিপিসির সমঝোতায় সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত করবে: ফখরুল

সচিত্র সিলেট
প্রকাশিত জুন ২৭, ২০২৫
বিএনপি-সিপিসির সমঝোতায় সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত করবে: ফখরুল

অনলাইন ডেস্ক:

চার দিনের চীন সফর শেষে আজ শুক্রবার রাতে দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন ৯ সদস্যের প্রতিনিধি দল। বাংলাদেশ সময় রাত ৯ টা ৪০ মিনিটে তাদের ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে। সেখানে উপস্থিত থাকবেন ঢাকায় চীনের দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত।

দেশে ফেরার সময় বিমানে উঠার আগে চীনের শিয়ান বিমানবন্দরে কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি প্রতিনিধি দলের সফরের মধ্যে দিয়ে দুই দলের নতুন সমঝোতা দুই দেশের কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করবে।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, রাত ৯টা ৪০ মিনিটে ঢাকায় পৌছার কথা রয়েছে বিএনপির প্রতিনিধি দলের। সেখানে ফেরার পর তাদের স্বাগত জানাবেন ঢাকায় চীনের দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত।

তিনি বলেন, দেশে ফেরার আগে সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে চীন সফররত উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে সানঝি প্রদেশের জিয়ান শহরতলীতে একটি আদর্শ কমিউনিটি পরিদর্শন করেন। কমিউনিটি কমিটির সেক্রেটারি অভ্যর্থনা জানিয়ে তাদের কার্যক্রম ব্যাখ্যা করেন। তারা তাদের সদস্য নাগরিকদের স্বাস্থ্য সেবা, স্বেচ্ছাশ্রম, প্রতিবন্ধী পুনর্বাসন ও শিক্ষা কার্যক্রম বিস্তারিত ব্যাখ্যা করে তুলে ধরেন বিএনপির প্রতিনিধি দলের সামনে।

শায়রুল আরও জানান, সংযুক্ত জাদুঘরে চীনের বিপ্লব ও স্বাধীনতার ইতিহাস শিশুদের সামনে তুলে ধরার কার্যক্রম পরিদর্শন করেন। পরে বিমান বন্দরে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিনিধি দলকে আনুষ্ঠানিক বিদায় জানান।

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031