ভ্যাট চালু করে সাইফুর রহমান দেশকে সমৃদ্ধ করে গেছেন: সিলেটে মঈন খান

সচিত্র সিলেট
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৫
ভ্যাট চালু করে সাইফুর রহমান দেশকে সমৃদ্ধ করে গেছেন: সিলেটে মঈন খান

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, মধ্যম পন্থাই সর্বোত্তম পন্থা। বিএনপি সেই পন্থার রাজনীতি করে।

শুক্রবারে বিকেলে সিলেটে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত স্মরণসভায় এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এম সাইফুর রহমান ভ্যাট চালু করে দেশকে সমৃদ্ধ করে গেছেন। আজকের বাস্তবতা হচ্ছে, ভ্যাট ছাড়া বিশ্বের কোনো দেশের কোনো সরকারই টিকে থাকতে পারে না। কিন্তু বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার রক্ষণশীল অর্থনীতি থেকে বেরিয়ে এদেশের অর্থনীতিকে ধ্বংস করে গেছে।

শুক্রবার বিকেল তিনটায় সিলেট শিল্পকলা একাডেমিতে আয়োজিত সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ, নানা পেশাজীবী সহবিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় সুধীজনরা সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের কর্মময় জীবনের স্মৃতিচারণ ও তাঁর রূহের মাগফিরাত কামনা করেন।

সভায় মঈন খান আরও বলেন, আমার বাবা সাইফুর রহামনের সহকর্মী ছিলেন, পরে আমিও তার সহকর্মী হই। এটা আমার পরম সৌভাগ্য। তাঁর সাথে কাজ করে অনেক কিছু শিখেছি। তাকে নিয়ে গবেষণা করলে অবশ্যই আরও অনেক শেখার আছে।

তিনি বলেন, ম্যানেজমেন্টে তিনি অসাধারণ জ্ঞান রাখতেন। তাই পাকিস্তান আমলেই পূর্ব পাকিস্তানে ম্যানেজমেন্ট উন্নয়নে একটি কমিটি গঠন করা হয়েছিল। পূর্ব পাকিস্তান থেকে তখন কেবল তাকেই সেই কমিটির সদস্য করা হয়েছিল।

তিনি বলেন, সাইফুর রহমান সর্বশেষ বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে খুব ভালো জানতেন। আর তাই তিনি বাংলাদেশের ট্যাক্স ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন। বিশেষ করে ভ্যাট সংযোজনের মাধ্যমে তিনি সরকারের কোষাঘার সমৃদ্ধ করার উদ্যোগ বাস্তবায়ন না করলে আমাদের অর্থনীতি মুখ থুবড়ে পড়তো। আজকের বাস্তবতা হচ্ছে, ভ্যাট ছাড়া সারা বিশ্বের বলতে গেলে কোনো সরকারই টিকে থাকতে পারেনা। অথচ পতিত স্বৈরাচার আওয়ামী লীগ তখন এই ভ্যাট ব্যবস্থার কঠোর বিরোধিতা করেছিল।

তিনি এমন একটি আলোচনা সভা আয়োজনের মাধ্যমে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে সম্মানিত করায় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা আরিফুল হক চৌধুরীসহ উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সভায় বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীসহ সিলেট জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে আরিফুল হক চৌধুরীর উদ্যোগে নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামেমসজিদে বাদ জুম’আ মরহুম সাইফুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারান বর্ষীয়ান এই রাজনীতিবিদ। আজ ১৬তম মৃত্যুবার্ষিকীতে সিলেটে জেলা, মহানগর বিএনপি ও এম সাইফুর রহমান স্মৃতি সংসদের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930