নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার (সিলেট-৬) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ‘শুধু লেখাপড়া করলে শিক্ষিত হওয়া যায়না। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার পাশাপাশি পারিবারিক নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। এক্ষেত্রে দীনি শিক্ষায় শিক্ষিত হতে হবে।’
তিনি রবিবার (৩১ আগস্ট) উপজেলার বাঘা ইউনিয়নের জালালনগরের হালিমাতুস সাদিয়া (রা.) মহিলা মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে ড্রেস বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এমরান চৌধুরী বলেন, ‘গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার এখনো অনেক অবহেলিত। বিগত ফ্যাসিস্ট সরকার কোন উন্নয়নমূলক কাজ করেনি। উন্নয়নের নামে এদেশের জনগনকে নিয়ে তামাশা করেছে। বর্তমানে প্রতিটি রাস্তাঘাটের অবস্থা বেহাল। নদীভাঙ্গন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বাঘা ইউনিয়নের সাথে উপজেলা সদরে সংযোগ সুরমা নদীর উপর সেতু নির্মাণ জরুরী। আাগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌছে দিতে তিনি সকলের নিকট আহবান জানান।
মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফখরুল ইসলাম। মুহতামিম মাওলানা জিলাল আহমেদের পরিচালনায়: অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক জামালুর রহমান জামাল, সাইকুল হাদিস, আল্লামা আব্দুল কাদির বাকরখালি, জাহাঙ্গীর আহমদ তালুকদার, মেম্বার ফয়জুর রহমান। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন যুক্তরাজ্য প্রবাসী তুফাজ্জুল হোসেন।