লন্ডনের বৈঠক পছন্দ না হওয়ায় আলোচনায় আসেনি একটি দল: মির্জা ফখরুল

সচিত্র সিলেট
প্রকাশিত জুন ১৮, ২০২৫
লন্ডনের বৈঠক পছন্দ না হওয়ায় আলোচনায় আসেনি একটি দল: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক একটি দলের পছন্দ হয়নি। এ কারণে নারাজ হয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে মঙ্গলবার তারা হাজির হয়নি।

বুধবার উত্তরায় দলীয় সদস্যপদ নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর উত্তর বিএনপি এই আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, সংঘর্ষে না গিয়ে দুই নেতা শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করেছেন। একেই বলে রাষ্ট্রনায়কোচিত নেতা। রাষ্ট্রনায়ক জনগণের শান্তির কথা চিন্তা করে কোনো বিভাজনে না গিয়ে শান্তিপূর্ণ নির্বাচনের সুযোগ করে দিয়েছেন। এটা অনেকের পছন্দ হয়নি। কারণ নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নেই, তাই তাদের অনেক গুরুত্ব। নির্বাচন হলে জনগণের ভালোবাসার দল ক্ষমতায় এলে তাদের গুরুত্ব কমে যাবে এটা তারা জানে। যে কারণে ওরা নারাজ হয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, গত ১৫ বছর আওয়ামী লীগ দুঃশাসন চালিয়েছে। যারা আওয়ামী লীগের মতো আচরণ, জোর করে অধিকার হরণ ও চাঁদাবাজি করে- তারা তো সেই দলটির মতো হয়ে যাবে। এগুলো করা যাবে না। আমরা নতুন বাংলাদেশ চাই। আগের মতো দুঃশাসন চাই না।

সবাইকে সতর্ক করে তিনি বলেন, সদস্য নবায়নে যেন কোনো আওয়ামী লীগ না থাকে। কারণ এটা পরীক্ষিত, আওয়ামী লীগের কেউই ভালো না। আওয়ামী লীগ নিজের স্বার্থ ছাড়া আর কারও স্বার্থ দেখতে পারে না। তবে নিরপেক্ষ কেউ থাকলে তাকে অবশ্যই দলে আসার জন্য আহ্বান জানানো হবে।

তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশীদ খোকনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন প্রমুখ।

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930