মালয়েশিয়ায় ৩০৬ জন বাংলাদেশি আটক

সচিত্র সিলেট
প্রকাশিত আগস্ট ৬, ২০২৫
মালয়েশিয়ায় ৩০৬ জন বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক:

মালয়েশিয়ায় পারমিটের অপব্যবহারে মালয়েশিয়ায় ৩০৬ জন বাংলাদেশিকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। বুধবার (৬ আগস্ট) বুকিত মের্তাজামের সিম্পাং আমপাটের একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এছাড়া সমন্বিত অভিযানের মাধ্যমে উন্মোচিত হয়েছে কারখানায় বিদেশি কর্মীদের নিয়োগের জন্য পরিষ্কার ও নির্মাণ খাতের পারমিটের অপব্যবহারকারী এজেন্টদের কৌশল।

ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেন, স্থানীয় সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ অভিযানে মোট ৭৪৯ জনের কাগজপত্র চেক করা হয়েছে এবং এর মধ্যে ৩০৭ জনকে ইমিগ্রেশন আইনের অধীনে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে শনাক্ত করা হয়েছে।

তার মতে, আটককৃতদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে এবং তাদের মধ্যে ৩০৬ জন বাংলাদেশি এবং একজন নেপালি।

পরিদর্শনের ফলাফলে দেখা গেছে, সংঘটিত অপরাধগুলোর মধ্যে রয়েছে- পারমিট সেক্টরের অপব্যবহার, অননুমোদিত স্থানে কাজ করা, মেয়াদোত্তীর্ণ পারমিট থাকা এবং বৈধ ভ্রমণ নথি না থাকা।

জাকারিয়া সাবান সাংবাদিকদের বলেন, পরিষ্কারকরণ সেক্টরে পারমিট থাকা সত্ত্বেও কারখানায় কাজ করার জন্য তাদের কয়েকজনকে আটক করা হয়েছে।

ইমিগ্রেশন বিভাগ ছাড়াও, জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন), সেবারাং পেরাই সিটি কাউন্সিল (এমবিএসপি) এবং পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ (জেকেকেপি) সমন্বিত অভিযানে যোগ দেন।

জাকারিয়া বলেন, আটককৃতদের আরও তদন্তের জন্য ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে এবং এরপর তাদের নিকটবর্তী জাওয়ি ইমিগ্রেশন ডিপোতে রাখা হবে।

এদিকে অভিযানের সময় সাক্ষাৎকার নেওয়া একজন বাংলাদেশি নাগরিক বলেছেন, তিনি ২০২৩ সালে একজন এজেন্টের মাধ্যমে প্রায় ২০ হাজার রিঙ্গিত ফি দিয়ে মালয়েশিয়ায় এসেছিলেন।

August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031