সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু

সচিত্র সিলেট
প্রকাশিত জুলাই ১৫, ২০২৫
সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু

নিজস্ব প্রতিবেদক:

প্রায় তিনমাস বন্ধ থাকার পর ফের চালু হয়েছে বাংলাদেশ বিমানের সিলেট-ম্যানচেষ্টার ফ্লাইট। রোববার থেকে পুণরায় এ ফ্লাইট চালু হয়। এতে স্বস্তি প্রকাশ করেছেন সিলেটের প্রবাসীরা।

বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহে দুদিন সিলেট এমএজি ওসমানী বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে ম্যানচেষ্টারের উদ্দেশ্যে উড়াল দেবে বিমানের ফ্লাইট এবং দুদিন ম্যানচেষ্টার থেকে সিলেট আসবে।

জানা যায়, সিলেট থেকে ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করে আসছিলো বিমান। কিন্তু হঠাৎ করে একটি ফ্লাইট কমিয়ে দুটিতে নামিয়ে আনা হয়। এরপর গত বছরের শেষদিকে অনলাইনে এ বছরের ১ এপ্রিলের থেকে বিমান টিকিট বুকিং নেওয়া বন্ধ করে দেওয়া হয়।

২০২০ সাল থেকে শুরু হয় সিলেট-ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট। শুরুর দিকে এ রুটে তিনটি ফ্লাইট চললেও, ২০২৪ সালের অক্টোবর থেকে বন্ধ হয়ে যায় একটি। আর লিতি বছরের এপ্রিল থেকে টিকিট বুকিং বন্ধ করে দেওয়ায় সিলেট-ম্যানচেষ্টার রুটে ফ্লাইট পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন শুরু হয়। এনিয়ে প্রবাসীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ফ্লাইট চালু রাখার দাবিতে আন্দোলন শুরু হয় যুক্তরাজ্য ও সিলেটে।

তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তরফ থেকে তখনই জানানো হয়, এই ফ্লাইট বন্ধ হচ্ছে না। হজ ফ্লাইট পরিচালনার জন্য সাময়িক বিরতি থাকবে এ রুটে। সে বিরতি শেষে রোববার এ রুটে পুনরায় ফ্লাইট চালু হলো।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেটের স্টেশন ম্যানেজার শাকিল আহমদ বলেন, ১৯৩ জন যাত্রী নিয়ে রোববার সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশে ছেড়ে যায় বিমানের ফ্লাইট। সপ্তাহে দুদিন এ রুটে আসা যাওয়া করবে বিমানের ফ্লাইট। রোববার ও মঙ্গলবার সিলেট থেকে বিমান ছেড়ে যাবে ম্যানচেস্টারের উদ্দেশে আর সোমবার ও বুধবার ম্যানচেস্টার থেকে যাত্রী নিয়ে সিলেট আসবে বিমানের ফ্লাইট।

নর্থ লন্ডনে বসবাসরত সিলেটের কয়েকজন জানান, সরাসরি এ ফ্লাইট চালু হওয়ায় কোন দুর্ভোগ ছাড়াই সিলেটে আসতে পারেন প্রবাসীরা। সরাসরি এ ফ্লাইট যুক্তরাজ্যের বার্মিংহাম, নিউক্যাসল, সান্ডারল্যান্ড, গ্রেটার ম্যানচেস্টার ও স্কটল্যান্ড প্রবাসী সিলেটিদের কাছে বেশ জনপ্রিয়। ফের এ ফ্লঅইট চালু হওয়া স্বস্তিদায়ক।

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930