বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব: মির্জা ফখরুল

সচিত্র সিলেট
প্রকাশিত আগস্ট ৬, ২০২৫
বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিতেই দেশে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ মম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিতেই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব, কারণ জনগণ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে,তারাই নির্বাচনের প্রহরীর ভূমিকা পালন করবে।

জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের সময়সীমা ঘোষণাকে স্বাগত বিএনপি স্বাগত জানায় বলে জানান দলের মহাসচিব। মির্জা ফখরুল বলেন, এই ঘোষণার মাধ্যমে দেশের গণতান্ত্রিক অচলাবস্থা কাটিয়ে ওঠার পথ তৈরি হলো।

বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের মধ্য দিয়েই বিএনপি গণতন্ত্রের পথে ফিরে যেতে চায়। তাই রাজনৈতিক সংকট কাটাতে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন দরকার।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার নিয়ে যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, তা পরবর্তী সংসদে বাস্তবায়ন হবে—এটাই সংবিধানসম্মত পথ।

তিনি জানান, জুলাই সনদে স্বাক্ষরসহ রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নির্বাচনমুখী পরিবেশ তৈরির আশায় রয়েছে বিএনপি।

August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031