চন্দন রায়ের সঙ্গে সাহসী দৃশ্যে জয়া, জানালেন অভিজ্ঞতা

সচিত্র সিলেট
প্রকাশিত জুলাই ১২, ২০২৫
চন্দন রায়ের সঙ্গে সাহসী দৃশ্যে জয়া, জানালেন অভিজ্ঞতা

বিনোদন ডেস্ক

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের নতুন সিনেমা অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় ‘ডিয়ার মা’ মুক্তি পাচ্ছে। আগামী ১৮ জুলাই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে এ সিনেমাটি মুক্তি পাচ্ছে। বর্তমানে অভিনেত্রী এ সিনেমা নিয়েই ব্যস্ত রয়েছেন। শুধু তাই নয়, এ সিনেমা ছাড়াও টালিউডের জয়ার আরও কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

সম্প্রতি জয়া আহসান কাজ শেষ করেছেন কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিং। এ ছাড়া আগামী ১ আগস্ট মুক্তির অপেক্ষায় মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘পুতুলনাচের ইতিকথা’।

এদিকে অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় জয়ার এটি দ্বিতীয় সিনেমা। এর আগে এ নির্মাতার ‘কড়ক সিং’ দিয়ে বলিউডে অভিষেক হয় জয়া আহসানের। এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘ডিয়ার মা’ সিনেমার চিত্রনাট্য তিনি পেয়েছিলেন নিজের জন্মদিনে, পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর উপহার হিসেবে।

ইতোমধ্যে ‘ডিয়ার মা’ সিনেমার প্রচারের অংশ হিসেবে একটি গণমাধ্যমের আয়োজনে ফটোশুটে অংশ নেন অভিনেত্রী জয়া আহসান। এ সময় তার সঙ্গে রোমান্টিক পোজে দেখা যায় ‘ডিয়ার মা’ সিনেমার সহশিল্পী চন্দন রায় স্যানালকে, যা দেখে চমকে গেছেন সিনেমাপ্রেমী দর্শকরা।

আর এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো চন্দন রায়ের সঙ্গে কাজ করেছেন জয়া। এ সিনেমাটিতে দুজনের বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যও রয়েছে। এ নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার কিছুই মনে হয় না। কারণ এ রকম দৃশ্যের জন্য খুব কমফোর্ট জোন তৈরি করা হয়েছিল। আর জানতাম টনিদা খুব অ‌্যাসথেটিক‌্যালি শুট করবে। ফলে আমার চেয়ে অনেক বেশি চিন্তা ছিল টনিদার, আমি একেবারেই চিন্তা করিনি বলে জানান জয়া।

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031