ভারতে বাংলাদেশি মডেল গ্রেপ্তার

সচিত্র সিলেট
প্রকাশিত আগস্ট ১, ২০২৫
ভারতে বাংলাদেশি মডেল গ্রেপ্তার

অনলাইন ডেস্ক:

একাধিক ভুয়া ভারতীয় পরিচয়পত্র রাখার অভিযোগে কলকাতায় গ্রেপ্তার হয়েছেন শান্তা পাল (২৮) নামের এক বাংলাদেশি মডেল ও কনটেন্ট ক্রিয়েটর। দক্ষিণ কলকাতার বিক্রমগড় এলাকার একটি ফ্ল্যাট থেকে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

জানা গেছে, শান্তা পাল এক সময় বিমানসেবিকা হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি মডেলিং, অভিনয় ও ডিজিটাল কনটেন্ট তৈরির দিকে ঝুঁকে পড়েন। ফুড ব্লগার হিসেবেও তিনি ছিলেন বেশ সক্রিয়। সম্প্রতি পর্যন্ত তিনি বিভিন্ন রেসিপি ও ভ্লগ পোস্ট করতেন।

গ্রেপ্তারের সময় তার ফ্ল্যাট থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট, একটি বাংলাদেশি এয়ারলাইনসের আইডি কার্ড, ঢাকার একটি মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্র এবং কয়েকটি ভুয়া ভারতীয় আধার ও ভোটার কার্ড উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, শান্তা পাল সম্ভবত বিদেশে যাওয়ার বিকল্প পথ খুঁজছিলেন।

পুলিশ আরও জানিয়েছে, শান্তা কয়েক মাস আগে ঢাকা থেকে কলকাতায় আসেন। শুরুতে পার্ক স্ট্রিট এলাকায় ভাড়া থাকলেও পরে বিক্রমগড়ের গল্ফ গ্রিন থানার অধীন একটি তিনতলা ফ্ল্যাটে ওঠেন। প্রাপ্ত তথ্যে জানা গেছে, তার একটি আধার কার্ড ২০২০ সালে বর্ধমান জেলার একটি ঠিকানা ব্যবহার করে তৈরি করা হয়।

ইন্ডিয়া টুডে-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, শান্তা পাল ‘মিস এশিয়া গ্লোবাল বাংলাদেশ’ নামের একটি প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন। এছাড়াও, তিনি ঠাকুরপুকুর থানায় একবার প্রতারণার অভিযোগ করেছিলেন বলে জানা গেছে। একটি সূত্র দাবি করেছে, শান্তার স্বামী ভারতের অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। তাদের বিয়ের বিষয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া শান্তা পালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এ ঘটনায় জালিয়াতি চক্রের সম্পৃক্ততা থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031