শহীদ জিয়াকে অবমাননাকারীদের বিএনপি সহজে ছেড়ে দিবে না: এমরান চৌধুরী

সচিত্র সিলেট
প্রকাশিত জুলাই ১৫, ২০২৫
শহীদ জিয়াকে অবমাননাকারীদের বিএনপি সহজে ছেড়ে দিবে না: এমরান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:

ষড়যন্ত্রকারীদের দ্বারা বিএনপির প্রাণের স্পন্দন, শহীদ জিয়াকে অবমাননা করা কোনভাবেই বিএনপি ছেড়ে দেবেনা। সবাইকে এখন থেকে সচেতন থাকতে হবে। সোশ্যাল মিডিয়াসহ সব জায়গায় এর প্রতিবাদ চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন সিলেট জেলা বি এনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী।

রবিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকন্ঠের অভারবিলার একটি হলে গোলাপগঞ্জ-বিয়ানিবাজার জাতীয়তাবাদী পরিবার আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।

জাতীয় রাজনীতিতে প্রবাসীদের অবদান উল্লেখ করে তিনি বলেন দীর্ঘ ১৭ বছর বিশেষ করে জুলাই অভ্যুত্থানে মাঠে থেকে দেশে যারা আন্দোলন করেছেন তাদের চেয়ে কোনভাবেই প্রবাসীদের অবদান কম ছিলো না। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফ্রান্স বি এনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের।

অনুষ্ঠানে উপস্তিত ছিলেন-সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, যুক্তরাজ্য জাসাসের সাবেক সভাপতি আব্দুস সালাম, ইউকে বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, ইউ কে যুবদল সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, ইউ কে জাসাস সাধারণ সম্পাদক তাসবির চৌধুরী শিমুল,বি এনপি নেতা কিবরিয়া ইসলাম।বিএনপি নেতা এইচ এম রহিম, বিএনপি নেতা সিরাজুর রহমান সিরাজ, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক চৌধুরী, ফ্রান্স বি এনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক দিব্য রায়, ফ্রান্স বি এনপি নেতা ফারুক আহমেদ।

১৭ বছরে আওয়ামী লীগের সাথে মিলে হাজার কোটি টাকার ব্যবসা করে সুসময়ে এসে যারা বি এনপির নোমিনেশন দাবী করছে,তাদের ব্যপারে তারেক রহমান সচেতন রয়েছেন বলে মন্তব্য করেন বক্তারা।

সিলেটসহ দেশের ৩০০ আসনে নোমিনেশন দেয়ার ক্ষেত্রে ত্যাগী, নির্যাতিত নেতাকর্মীদের অগ্রাধিকার দেয়ার আবেদন জানান এমরান আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানে ফ্রান্স বি এনপি নেতা মোহাম্মদ আলতাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপি, যুক্তরাজ্য,ইতালি, বেলজিয়াম, স্পেনসহ ফ্রান্সের বিভিন্ন শহর থেকে আসা জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930