নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিরি অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে রেজিষ্টারী মাঠে মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নিয়াজ মাখদুম মাছুম বিল্লাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাহুল কবির মিফতা। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন।
বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশ শেষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট বিভাগের সাংগঠনিক দলনেতা ডা: জাহেদুল কবির, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নিয়াজ মাখদুম মাছুম বিল্লাহ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির উদ্দিন শাহীন। সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও পরিচালনা করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আব্দুল মুনিম, আলী মোহাম্মদ নুরুল হুদা দীপু, দেয়োর হোসেন চৌধুরী, আহসান মাহবুব, তোফায়েল চৌধুরী উজ্জল, আব্দুর রউফ, সৈয়দ সরওয়ার রেজা, এমদাদ বক্স, কায়সান মাহমুদ সুমন, টিটন মল্লিক, জাহাঙ্গীর মিয়া, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক রজব আহমদ, আহবায়ক কমিটির সদস্য আব্দুল জলিল, মিসবাউর রহমান, ফয়জুর রহমান শাকিল, শেখ আব্দুল মনাফ, সালেক আহমদ, মনিরুজ্জামান মনির, খন্দকার ফয়েজ আহমদ, সাইদ মাহমুদ ওয়াদুদ, আব্দুল আমিন, আশিক মিয়া, রুমেল আহমদ রুশন, সাইদুল এনাম চৌধুরী লাহিন, নুরুল ইসলাম রুহুল, সাইফুল আলম কোরেশি, প্রভাষক মাকসুদ আলম, কয়েস আহমদ, আয়াত আলী প্রিন্স, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালিক মল্লিক, সদস্য সচিব নুরুল আমিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুল রহমান আমিন, সদস্য সচিব জুয়েল আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আলাউদ্দিন মনাই, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমদ হুমায়ুন জামাল, সদস্য সচিব শাহাবুদ্দিন চেয়ারম্যান, জৈন্তাপুর উপজেলা আহবায়ক মোহাম্মদ শাহজাহান, সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, সিনিয়র যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম মেম্বার, কোম্পানিগঞ্জ উপজেলা আহবায়ক এডভোকেট আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মনির হোসেন, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল আহমদ, বালাগঞ্জ উপজেলা আহবায়ক সাবুল আহমদ, সদস্য সচিব দেলোয়ার হোসেন মুকিত, কানাইঘাট উপজেলা আহবায়ক ফারুক আহমদ, সদস্য সচিব আমিনুল ইসলাম আমিন, কানাইঘাট পৌরসভার আহবায়ক আব্দুর রহমান, জকিগঞ্জ উপজেলা আহবায়ক সামসুল ইসলাম লেইস, সদস্য সচিব এডভোকেট রুহুল আমিন, সিনিয়র যুগ্ম আহবায়ক সদিওল হুসাইন, জকিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাহেদ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা আহবায়ক মওদুদুল হক সুমন, সদস্য সচিব নাসির আহমদ আবেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, গোলাপগঞ্জ পৌর সদস্য সচিব তাজুল ইসলাম তাজ, বিয়ানীবাজার উপজেলা সদস্য সচিব আফজল আহমদ, ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নিয়াজ মাখদুম মাছুম বিল্লাহ বলেন, একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তিরা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা নির্বাচন বানচাল করার জন্য একের পর এক অপকর্ম করে বিএনপির উপর দায় চাপানোর ষড়যন্ত্রে মেতে উঠেছে। এই অপশক্তির বিরুদ্ধে আমাদের স্বোচ্ছার থাকতে হবে।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, দিল্লি ও পিল্লির দালালেরা নির্বাচন বানচাল এবং দেশকে অস্থিতিশীল করতে নানামুখী অপতৎপরতায় লিপ্ত রয়েছে। এদের বিরুদ্ধে আমাদের রুখে দাড়াতে হবে। তিনি বলেন, একাত্তর ও চব্বিশের গণহত্যাকারীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
বৃষ্টি উপেক্ষা করে নগরীতে অনুষ্ঠিত মিছিলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের স্বপক্ষে এবং দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে স্লোগান দেয়।