সিলেটে ৩ ফার্মেসীকে জরিমানা

সচিত্র সিলেট
প্রকাশিত জুলাই ১৪, ২০২৫
সিলেটে ৩ ফার্মেসীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

সিলেট নগরীর এমএজি ওসমানী মেডিকেল কলেজ এলাকায় বিভিন্ন ফার্মেসিতে জেলা প্রশাসনের অভিযান পরিচালিত হয়েছে। এসময় ড্রাগস্ অ্যাক্ট ও ট্রেড লাইসেন্সের শর্ত লঙ্ঘন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি, সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ না করার দায়ে ৩টি প্রতিষ্ঠান থেকে ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বেলা ৩টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল রোড ও আশেপাশের এলাকাগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, ড্রাগস্ অ্যাক্ট ও ট্রেড লাইসেন্সের শর্ত লঙ্ঘন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি এবং বিভিন্ন কারণে সিলেট মেডিকেলকে ৫০ হাজার, শেফালী ফার্মেসীকে ১০ হাজার এবং অন্য আরেকটি ফার্মেসীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। জেলা প্রশাসনের আদেশে এই মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো ওষুধ প্রশাসন অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন, সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ। এসময় ওষুধ প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ জানান, ‘ভোক্তাদের কথা চিন্তাকরে সিলেটে এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে। ড্রাগস্ অ্যাক্ট ও ট্রেড লাইসেন্সের শর্ত লঙ্ঘন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রিসহ বিভিন্ন কারণে সিলেটের ৩টি ফামের্সীকে জরিমানা করা হয় এবং বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। সিলেটে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031