কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ
বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৪ জুলাই) বিকাল ৩টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারে দলের অস্থায়ী কার্যালয়ে উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দীনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা ছমির উদ্দীন সালেহ, সহ সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ হোসাইনী, সহ সাধারণ সম্পাদক মো. কবির আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা বিলাল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আশিকুর রহমান, বায়তুল মাল সম্পাদক মাওলানা এনামুল হক, প্রচার সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, সহ প্রচার সম্পাদক হাফিজ সিহাব উদ্দীন প্রমূখ।
মাসিক বৈঠকে উপজেলা শাখার নেতৃবৃন্দ বলেন আগামী মাসের ভিতরে উপজেলার পাথারিয়া ইউনিয়ন, পশ্চিমবীরগাও ইউনিয়ন ও পশ্চিমপাগলা ইউনিয়ন শাখা গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নেতৃবৃন্দ আরও বলেন সংঠনের দাওয়াতী কার্যক্রম জোরদার ভাবে সবাইকে ওক্যবদ্ধ হয়ে কাজ করে আমীরে মজলিস আল্লামা মামুনুল হকের হাতকে শক্তিশালী করতে হবে। দেশে যারা অরাজকতা সৃষ্টি করে, এবং প্রকাশ্যে যারা চাদাঁবাজী করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোরদাবী তাদের আইনের আওতায় আনতে হবে।
মাসিক বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের আদর্শকে ভালোবেসে সংগঠনে যোগদান করেছেন শান্তিগঞ্জ উপজেলার চিকারকান্দি গ্রামের মাওলানা সালেহ আহমদ।