জুড়ী প্রতিনিধি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য ও বিভিন্ন স্থানে বিএনপির কার্যালয়ে হামলার প্রতিবাদে মৌলভীবাজারের জুড়ীতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল।
রবিবার সন্ধ্যায় শহরের কামিনীগঞ্জ বাজার থেকে মিছিল বের হয়ে উপজেলা শহর প্রদক্ষিণ করে ভবানীগঞ্জ বাজারে এক পথ সভায় মিলিত হয়।
মৌলভীবাজার জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিপার রেজার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুহেল আহমদ এর পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহীন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুর রহমান, জায়ফরনগর ইউনিয়ন যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন- পুনর্বার শহীদ জিয়া ও তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করলে জিয়ার সৈনিকরা তার দাত ভাঁঙ্গা জবাব দিবে।
এর আগে দুপুরে সারাদেশে চাঁদাবাজী, হত্যা ও সন্ত্রাসীদের কর্মকান্ডের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থী, জুড়ী টিএন খানম সরকারি কলেজ এর ব্যানারে কলেজ সংলগ্ন রাস্তায় মানববন্ধন করা হয়।