বড়লেখায় থানার পাশেই দিনদুপুরে ডাকাতি

সচিত্র সিলেট
প্রকাশিত জুলাই ১৪, ২০২৫
বড়লেখায় থানার পাশেই দিনদুপুরে ডাকাতি

বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে কানাডা প্রবাসীর বৌভাত অনুষ্ঠানে ছিলেন বাড়ির সবাই। এ সুযোগে দিনদুপুরে বাড়ির পেছনের ফটক ভেঙে ডাকাতরা ভেতরে ঢুকে আলমারি ভেঙে নিয়ে গেছে ইউএস ডলার, নগদ টাকা, স্বর্ণালংকার, দামি মোবাইল ফোন ও ঘড়িসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল।

রোববার (১৩ জুলাই) দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে এই দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে পৌর শহরের পাখিয়ালায় অবস্থিত হাজী আব্দুল আলী ট্রেড সেন্টারের স্বত্বাধিকারী শামীম আহমদের সুরক্ষিত বাসভবনে।

খবর পেয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় বাড়ির গৃহকর্মী স্বপ্না বেগমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লুট হওয়া মালামাল উদ্ধার ও ডাকাত চক্রকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে উপজেলা প্রশাসন ও থানা কমপ্লেক্সের মাত্র ২-৩ শ মিটার দূরত্বে দিনের বেলায় ডাকাতির ঘটনায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী বিস্মিত। তাদের দাবি, অতীতে দিনের বেলা এ ধরনের কোনো ডাকাতির ঘটনা ঘটেনি।

জানা গেছে, ব্যবসায়ী শামীম আহমদের ছেলে কানাডা প্রবাসী সাকিব আহমদের বৌভাত ছিল রোববার। আত্মীয়-স্বজনসহ সবাই দ্বিতল বাড়ির প্রত্যেকটি রুমে পৃথক পৃথক থালা দিয়ে চলে যান স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বৌভাত অনুষ্ঠানে। বেলা আড়াইটার দিকে পরিবারের কয়েকজন মহিলা বাড়ি ফিরে দেখেন পেছনের ফটক ও প্রত্যেকটি রুমের দরজার তালা ভাঙা। ভেতরে আলমারির তালাও ভাঙা এবং মালামাল তছনছ করা। এরপর সবাই ছুটে আসেন বাড়িতে।

শামীম আহমদের ভাই, আমেরিকা প্রবাসী সেলিম আহমদ, ভাতিজা সাকিব আহমদের বিয়েতে স্বপরিবারে দেশে আসেন। বিয়ের অনুষ্ঠান আগের দিন শেষ হলেও বৌভাত ছিল রোববার। আত্মীয়-স্বজনে ছিল বাড়ি ভর্তি। দুপুরে সবাই বাড়িতে তালা দিয়ে বৌভাত অনুষ্ঠানে চলে যান। এই সুযোগে ডাকাত চক্র বিল্ডিংয়ের পেছন দিয়ে প্রবেশ করে।

শামীম আহমদের চাচাতো ভাই মিজানুর রহমান খছরু জানান, প্রাথমিক হিসাবে দেখা গেছে, ডাকাতরা নগদ ৩ লাখ ১০ হাজার টাকা, ৫০০ ইউএস ডলার, ১৫ থেকে ২০ ভরি স্বর্ণালংকার, দামি হাতঘড়ি ও ৫টি মোবাইল ফোনসেটসহ অন্তত ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। দোতলা বিল্ডিংয়ের নিচের তিন রুম ও উপরের তিন রুমে ডাকাতরা হানা দিয়েছে। পাঁচ রুমের প্রত্যেকটি স্টিল ও কাঠের আলমারি ভেঙে তছনছ করে টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। একটি রুমের ভেতরের আলমারির তালা ভাঙতে পারেনি ডাকাতরা, এজন্য ওই রুমের টাকা, স্বর্ণালংকারসহ মালামাল রক্ষা পেয়েছে।

বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, বাড়ির গৃহকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের একটি বিশেষ টিম মাঠে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, রাতের মধ্যেই ডাকাত চক্রকে আটক করে লুট হওয়া মালামাল উদ্ধার সম্ভব হবে।

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930