শান্তিগঞ্জে বিএনপি নেতা শামছুন্নুর মেম্বারের ইন্তেকাল- জানাযা সম্পন্ন

সচিত্র সিলেট
প্রকাশিত জুলাই ১১, ২০২৫
শান্তিগঞ্জে বিএনপি নেতা শামছুন্নুর মেম্বারের ইন্তেকাল- জানাযা সম্পন্ন

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও জয়কলস ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হাজী শামছুন্নুর মেম্বার (৭০) শুক্রবার সকাল সাড়ে ৫টায় উপজেলার জয়কলস ইউনিয়নের জামলাবাদ গ্রামে নিজ বাড়ীতে ইন্তেকাল করিয়াছেন। মৃত্যুকালে স্ত্রী, ৪ছেলে, ৪ মেয়ে ও নাতী-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন।

মরহুমের নামাজে জানাযা শুক্রবার(১১ জুলাই) জুম’আর নামাজের পর জামলাবাদ গ্রামের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন শায়েখ মাওলানা আব্দুস সহীদ জামলাবাদী, ক্বারী আজির উদ্দীন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, জেলা আহবায়ক কমিটির সদস্য মো. নুর আলী, উপজেলা বিএনপির আহবায়ক হাজী জালাল উদ্দীন, আহবায়ক কমিটির সদস্য আক্তার হোসেন বাবুল,সদস্য মহির উদ্দীন, পশ্চিমপাগলা বিএনপির সভাপতি আউয়াল উদ্দীন, শান্তিগঞ্জ জয়কলস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ মিয়া, সুনামগঞ্জ জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, বাংলাদেশ খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা আহতিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস নেতা হাফিজ নাজমুল ইসলাম, মাওলানা ফখর উদ্দীন, মাষ্টার জালাল উদ্দীন,সমাজসেবী আব্দুল মুকিত, আব্দুল বাতিন, জয়কলস ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মহিবুর রহমান, ইউপি সদস্য জহুর উদ্দীন,ইউপি সদস্য সবুজ মিয়া, নোয়াখালী বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারী হোসাইন আহমদ, মাষ্টার নজিবুর রহমান, মনসুর উদ্দীন, ইমরান হোসেন, রুবেল আহমদ, খিজির আহমদ, জিএম সাজ্জাদুর রহমান সহ হাজারও মুসল্লিয়ানে কেরাম প্রমূখ।

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031