শান্তিগঞ্জে উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ

সচিত্র সিলেট
প্রকাশিত জুলাই ১১, ২০২৫
শান্তিগঞ্জে উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৮ জুলাই) দিন ব্যাপী শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় তামাক নিয়ন্ত্রণ, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর সহযোগিতায়, উপজেলা প্রসাশনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে ও পরিচালনায় প্রশিক্ষণে প্রজেক্টরের মাধ্যমে ধুমপান ও তামাকজাত দ্রব্যের সুফল ও কুফল বিষয়ে বিভিন্ন দিক তোলে ধরেন আরডিএস সুনামগঞ্জ এর নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার । প্রশিক্ষণে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আহমাসান হাবীব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সেলিম খান, থানার পুলিশ পরিদর্শক (ওসি) ইরফানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা.তারেক জামিল অপু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, পশ্চিম বীরগাও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, জয়কলস উজানীগাঁও সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক (ভারপ্রাপ্ত) কবিতা রাণী রায়,আব্দুল মজিদ কলেজের প্রভাষক বাদল চন্দ্র রায়, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ।

তামাক বিরোধী প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, উপজেলা সমাজসেবা অফিসের মো. শাহ আলম চিশতী, টিএলসিএ ইউএইচসি সুশান্ত কর্মকার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, সদস্য নোহান আরেফীন নেওয়াজ, কুহিনুর রহমান নাহিদ, পশ্চিম বীরগাঁও ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুজেল আহমদ, পাথারিয়া ইউপি মহিলা সদস্যা রাহেলা বেগম, জয়কলস ইউ/পি সদস্য মো. ছয়ফুজ্জামান, শিমুলবাক ইউ/পি সদস্য মো. রাসেল আহমদ, দরগাপাশা ইউ/পি সদস্য মো. মাসুক আলী,সাংবাদিক ও সমাজকর্মী আবু সাঈদ প্রমূখ।

প্রশিক্ষণে বক্তারা বলেন ইউনিয়ন পরিষদ, স্কুল মাদ্রসা, কলেজ, বাজার, অফিস আদালতে প্রত্যেক প্রত্যেকের জায়গা থেকে সচেতনা বৃদ্ধি করে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার এর সুফল-কুফল বুঝাতে হবে। যদি প্রত্যেক প্রত্যেকের জায়গা থেকে নিজ নিজ দায়িত্বে আলোচনা করি প্রকাশ্যে গাড়িতে বসে, বাজার হাটে, লোকসমাগমে ধুম পান করা যাবেনা, যদি এই কাজটুকু করি, আশা করা যায় কমপক্ষে আমাদের উপজেলায় ধুমপায়ীরা সহ সমাজের মানুষ উপকৃত হবে।

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930