নবীগঞ্জে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

সচিত্র সিলেট
প্রকাশিত জুলাই ৪, ২০২৫
নবীগঞ্জে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১০টার দিকে শহরের ট্রাফিক পয়েন্ট ও আশপাশের এলাকায় এই সহিংসতা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিমিরপুর গ্রামের খসরু মিয়ার সঙ্গে ইনাতগঞ্জ ইউনিয়নের আশাহীদ আলী আশার কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর আশার পক্ষ নিয়ে আনমনু গ্রামের কাজল ও বাদলসহ কয়েকজন খসরু মিয়ার ওপর হামলা চালায়।

পরে তারা তিমিরপুর গ্রামের দুই শিক্ষার্থীকে নবীগঞ্জ শহরের আনমনু পয়েন্ট থেকে ধরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর ও নির্যাতন করে। খবর পেয়ে পুলিশ আহত শিক্ষার্থীদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ খবর ছড়িয়ে পড়লে তিমিরপুর গ্রামের লোকজন বাজারে জড়ো হয়। এসময় আনমনু গ্রামের যুবকেরা দেশীয় অস্ত্রসহ আবারও হামলা চালায়। ফলে দুই পক্ষের মধ্যে তীব্র ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

একপর্যায়ে আনমনুর লোকজন শহরের জুনু মিয়ার দোকানসহ অন্তত ৪-৫টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালায়। তারা কয়েকটি অটোরিকশা ও মিশুকে আগুন দেয় এবং গাড়ির ব্যাটারি লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, ‘ঘটনার খবর পেয়েই পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে সংঘর্ষ হয়েছে, তা তদন্ত করে বিস্তারিত জানানো হবে।’

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031