নিজস্ব প্রতিবেদক:
সিলেটে পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) সিলেট জেলা কার্যালয়ের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করেছে বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠান উম্মাহ ইনস্টিটিউট।
বুধবার (৩ জুলাই) প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ তুলে দেওয়া হয়েছে। এর আগে গত ২৯ জুন থেকে সিলেট সদর উপজেলার টুকেরবাজার বাছিরপুরস্থ উম্মাহ ইনস্টিটিউটে উদ্যোক্তা উন্নয়ন কোর্সটি শুরু হয়।
কোর্স পরিচালনা করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন – বিসিক এর সিলেট জেলা কার্যালয়। বিশেষায়িত এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, বিসিক সিলেটের উপমহাব্যবস্থাপক ম. সুহেল হাওলাদার, কোর্সের সমন্বয়ক, বিসিক-এর কর্মকর্তা ফয়সাল আহমদ এবং উম্মাহ ইনস্টিটিউটের প্রিন্সিপাল মু. মকছুদুল করীম চৌধুরী।
পাঁচ দিনব্যাপী এই প্রোগ্রামের প্রশিক্ষণার্থীরা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) নানা পলেসি ও কলাকৌশল অবগত হয়েছেন। প্রশিক্ষণার্থীরা নিজেদের ভাবনা, মানসিক অবস্থান ও নতুন নতুন আইডিয়ার ত্রæটি এবং তার সম্ভাব্যতা যাচাইয়ের কৌশল শিখেছেন।
কোর্স শেষে প্রশিক্ষণার্থীরা নিজেকে এক একজন সফল উদ্যোক্তা হিসেবে বিকাশিত করার ক্ষেত্রে আত্মবিশ^াস জাগাতে সমর্থ হয়েছেন বলে জানিয়েছেন।