সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আল্টিমেটাম

সচিত্র সিলেট
প্রকাশিত জুলাই ৩, ২০২৫
সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আল্টিমেটাম

কাজী জমিরুল ইসলাম মমতাজ,সুনামগঞ্জ

শিক্ষার্থীদের সরকারী ভাবে পরিবহনে বাস সংকট নিরসনের দাবিতে ৮ দিনের আল্টিমেটাম দিয়েছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে শান্তিগঞ্জস্থ অস্থায়ী ছাত্রাবাসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই আল্টিমেটাম ঘোষণা করেন তারা।

শিক্ষার্থীরা জানান, সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনের জন্য ইতোমধ্যে দেড় কোটি টাকা বরাদ্দ থাকলেও ইউজিসির অনুমতি না পাওয়ার অজুহাতে তা ব্যবহার করা যাচ্ছে না। ফলে এখনো কোনো শিক্ষার্থীদের পরিবহনে বাসের ব্যবস্থা করা সম্ভব হয় নাই। তাদেরকে নিয়মিত সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুনামগঞ্জ সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে সিএনজি, বাসে চড়েই ক্লাসে আসতে হয় শিক্ষার্থীদের। এতে সময় ক্ষেপন, অর্থ ব্যয়, অন্যদিকে হাফপাস নিয়ে প্রায়ই যানবাহন চালকদের সঙ্গে বিতর্কে জড়াতে হয় শিক্ষার্থীদের। অনেক সময় শিক্ষক, শিক্ষার্থীদের অপমান ও লাঞ্চনার শিকার হতে হয় বলে শিক্ষার্থীদরা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা আরো বলেন, আমরা শুধু বাস চাইছি না। আমাদের ন্যায্য অধিকার চাইছি। ক্লাসে পৌঁছাতে প্রতিদিন আমাদের নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। অথচ পরিবহনের জন্য টাকা থাকলেও কর্তৃপক্ষ শুধু অনুমতির কথা বলে দায় এড়াচ্ছে। বাসের পাশাপাশি আমাদের মান সম্মত হল ও লাইব্রেরির ব্যবস্থাও করতে হবে৷ এসময় শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ১০ জুলাইয়ের মধ্যে বাস ব্যবস্থা করা না হলে তারা ক্লাস বর্জনসহ কঠোর কর্মসূচিতে যাবেন। এর দায়ভার সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।

এসময় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাকারিয়া নাইম, জি এম তাইমুম, সুরভী চৌধুরী, সোহানুর রহমান ও তাকবিল হাসান৷

এসময় উপস্থিত ছিলেন মিনহাজুল মিনাল, সাব্বির হোসেন, তনুশ্রী দেব, সুদিপ্তা চৌধুরী, আশরাফ হোসেন, লাবন্য মন্ডল, আদিবা জামান নাফি, আব্দুর রহমান নিশাদ, রুবাইয়া বর্ষা, তাসমিম অধরা,পূজা রয়, তাসনিম জাহান, সাফিন আহমেদ ও নাহিয়ান সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930